রামসাঙ্গা টিলাইছুন। ছবি: সংগৃহীত।
রাজস্থান এফসির মার্তান্ড রায়নার পর আই লিগের আরও এক ফুটবলারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল এফসি। গত মরসুমে রিয়েল কাশ্মীর এফসির হয়ে খেলা অ্যাকাটিং মিডফিল্ডার রামসাঙ্গা টিলাইছুনকে তিন বছরের জন্য যুক্তিবদ্ধ করল লাল-হলুদ ব্রিগেড। আইজল এফসির হয়ে দু’বছর খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ইস্টবেঙ্গল এফসির হেড অফ ফুটবল থাংবোই সিঙটোর উদ্যোগেই ইস্টবেঙ্গলে যোগ দিলেন মিজ়োরামের ফুটবলার। সিঙটো বলেছেন, ‘‘রামসাঙ্গা যোগ দেওয়া আমাদের দলের শক্তি বাড়বে। গত মরসুমে আই লিগে ধারাবাহিক ভাবে ভাল খেলেছে রামসাঙ্গা। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই ওকে নির্বাচন করা হয়েছে। ভারতের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলার মতো দক্ষতা রয়েছে রামসাঙ্গার। রায়নার পর রামসাঙ্গাকেও সই করাতে পেরে আমরা খুশি।’’
খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোও। তিনি বলেছেন, ‘‘রামসাঙ্গার খেলার ধরন বেশ ভাল। উঠে গিয়ে আক্রমণে যেমন সাহায্য করতে পারে, তেমন নীচে নেমে রক্ষণও সামলাতে পারে। মাঝমাঠে বল ডিস্ট্রিবিউশন বেশ ভাল। গোল করতে পারে। গোল করাতেও পারে। রামসাঙ্গাকে পাওয়ায় আমাদের মাঝমাঠে বিকল্প বাড়ল।’’
ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ২৫ বছরের ফুটবলারও। রামসাঙ্গা বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলে সই করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ইস্টবেঙ্গলের হয়ে মাঠে সেরাটা দিতে চাই। দলকে ট্রফি জেতাতে চাই। ইস্টবেঙ্গলের সমর্থকদের সামনে লাল-হলুদ জার্সি পরে খেলার জন্য তর সইছে না আমার।’’ ইস্টবেঙ্গলে ৩১ নম্বর জার্সি পরে খেলবেন রামসাঙ্গা।