আশ্চর্য মিল দুই প্রধানের চাণক্যের দর্শনে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
ডুরান্ড কাপের ডার্বির আগে আশ্চর্য মিল দুই প্রধানের চাণক্যের দর্শনে। রণকৌশল ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় রুদ্ধদ্বার অনুশীলনই অস্ত্র হোসে ফ্রান্সিসকোমলিনা ও অস্কার ব্রুসোর।
বুধবার বিকেলে ময়দানে নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট অনুশীলন করল। ইস্টবেঙ্গল প্রস্তুতি সারল নিউ টাউনে। ডার্বির আগে সবুজ-মেরুন শিবিরে অস্বস্তি বাড়ছে মনবীর সিংহ ও টম আলড্রেডকে নিয়ে। চোটের কারণে প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে পারেননি মনবীর। দ্বিতীয় ম্যাচে দলে ফিরেছিলেন। বিএসএফের বিরুদ্ধে গোলও করেছিলেন মনবীর। কিন্তু ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে ফের ছিটকে যান। আগামী রবিবার ডুরান্ড কাপের শেষ আটে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও মনবীরের খেলা নিয়ে সংশয় বাড়ছে। কারণ, বুধবার মাঠে এলেও অনুশীলন করতে পারেননি তিনি। আর এক স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতসকে অনুশীলনের পরে ডান পায়ের হাঁটুতে বরফ বেঁধে বেরোতে দেখা গিয়েছে।
চোটের তালিকায় নবতম সংযোজন আলড্রেড। বুধবার অনুশীলন শেষ হওয়ার আগেই মাঠে থেকে বেরিয়ে মেডিক্যাল রুমে ঢুকে পড়েন। সামান্য খোঁড়াতেও দেখা গিয়েছে আলড্রেডকে। যদিও সবুজ-মেরুন শিবিরের আশা, ডার্বির আগে সুস্থ হয়ে উঠবেন তিনি। এ দিকে, প্রত্যাশা মতোই বুধবার কলকাতা লিগে মেসারার্সের বিরুদ্ধে দল নামাল না মোহনবাগান।
ইস্টবেঙ্গল শিবিরে চোট-আঘাতের সমস্যা নেই। প্রাক্তন সচিব প্রয়াত দীপক দাসের (পল্টু) ৮৬তম জন্মদিনের বিকেলে অনুশীলনে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরেই জোর দিয়েছেন অস্কার। কারণ, ডার্বিতে মূল লড়াই মোহনবাগানের আক্রমণ ভাগের সঙ্গে ইস্টবেঙ্গলের রক্ষণের। দুরন্ত ছন্দে থাকা সবুজ-মেরুনের জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদদের আটকানোইআসল পরীক্ষা।
দু’বছরের চুক্তি খালিদের: আগেই ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচিত হয়েছিলেন খালিদ জামিল। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে, দু’বছরের চুক্তি করা হয়েছে তাঁর সঙ্গে। শর্ত পূরণ করলে আরও এক বছরের চুক্তিবৃদ্ধি হতে পারে। খালিদের পরীক্ষা শুরু হবে কাফা নেশনস কাপে। ভারতের প্রথম ম্যাচ তাজিকিস্তানের বিরুদ্ধে ২৯ অগস্ট। এ দিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে যোগ্যতা অর্জন করল এফসি গোয়া। বুধবার ওমানের আল সিব এফসিকে ২-১ হারাল তারা।