Mohun Bagan

একাধিক সুযোগ নষ্ট, কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক হল না মোহনবাগানের, আটকে গেল জর্জের কাছে

কলকাতা লিগে আগের দু’টি ম্যাচ সহজেই জিতেছিল মোহনবাগান। হারিয়েছিল কালীঘাট এবং রেলওয়েকে। তবে জয়ের হ্যাটট্রিক করতে ব্যর্থ মোহনবাগানের ফুটবলারেরা। শুক্রবার নৈহাটিতে তারা আটকে গেল জর্জ টেলিগ্রাফের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৮:০৫
football

মোহনবাগান-জর্জ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

কলকাতা লিগে আগের দু’টি ম্যাচে সহজেই জিতেছিল মোহনবাগান। হারিয়েছিল কালীঘাট এবং রেলওয়েকে। তবে জয়ের হ্যাটট্রিক করতে ব্যর্থ মোহনবাগানের ফুটবলারেরা। শুক্রবার নৈহাটিতে তারা আটকে গেল জর্জ টেলিগ্রাফের কাছে। গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে ম্যাচ।

Advertisement

রেলওয়ে ম্যাচে লাল কার্ড দেখায় জর্জের বিরুদ্ধে খেলেননি সালাহউদ্দিন আদনান। তাঁর অভাব গোটা ম্যাচে বার বার বোঝা গিয়েছে। অন্যান্য ম্যাচে ডান দিক থেকে তিনি যে আক্রমণ করেন তা এ দিন দেখা যায়নি। সঙ্গে যোগ হয়েছে গোটা ম্যাচে একের পর এক সুযোগ নষ্ট।

প্রথমার্ধে মোহনবাগান দু’টি কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। অন্য দিকে জর্জের ছেলেরাও বার বার উঠে আসছিলেন মোহনবাগানের গোলমুখে। কিন্তু তাঁরাও সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের শেষ দিকে মোহনবাগান দু’টি গোলের সুযোগ নষ্ট করে।

বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় দুই দলেরই খেলতে সমস্যা হচ্ছিল। তবে পরিস্থিতি বেশি ভাল কাজে লাগায় জর্জ। মোহনবাগানের ফুটবলারদের উঠতেই দিচ্ছিল না। উল্টে তারা অন্তত গোটা দুয়েক সুযোগ তৈরি করেছিল যা কাজে লাগাতে পারলে আবার হারতে হত মোহনবাগানকে। ম্যাচের শেষ দিকে গোলকিপারকে একা পেয়েও মোহনবাগানের এক ফুটবলার সুযোগ নষ্ট করেন। আপাতত চার ম্যাচে মোহনবাগানের সাত পয়েন্ট।

Advertisement
আরও পড়ুন