দিমিত্রি পেত্রাতস। ফাইল চিত্র।
আইএফএ শিল্ডে অভিযান শুরু করার আটচল্লিশ ঘণ্টা আগে সমর্থকদের বিক্ষোভে অগ্নিগর্ভ মোহনবাগান সুপার জায়ান্ট শিবির। মঙ্গলবার বিকেলে অনুশীলনের জন্য দিমিত্রি পেত্রাতস, জেমি ম্যাকলারেনরা যুবভারতীতে পৌঁছনো মাত্র তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু সমর্থক। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচ খেলতে ইরান না যাওয়ায় ফুটবলারদের ‘কাপুরুষ’ অ্যাখ্যাও দেন। বিক্ষোভ আটকাতে মাঠের কাছেই যেতে দেওয়া হয়নি সমর্থকদের। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে অনুশীলন শেষ হওয়ার পরে। ফুটবলারেরা বেরোনোর সময় তাঁদের গাড়ি ঘিরে ধরেন সমর্থকেরা। ক্ষুব্ধ মোহনবাগান জনতার সঙ্গে কথা বলতে এগিয়ে যান জেসন কামিংস, ম্যাকলারেন ও দিমিত্রি। শুরু হয় তর্কাতর্কি। হঠাৎই মেজাজ হারিয়ে এক সমর্থকের মোবাইল ফোন ফেলে দেন দিমিত্রি!