Morocco U-20 World Champion

মেসির দেশকে হারিয়ে ছোটদের বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো, ট্রফি জয়ের উৎসব লিয়োকেই নকল করে

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল তারা। সেই আর্জেন্টিনা রবিবার রাতে মরক্কোর কাছে ফাইনালে ০-২ গোলে হেরে গিয়েছে। এটাই মরক্কোর প্রথম বিশ্বকাপ জয়। পরাজিত আর্জেন্টিনা দলকে বার্তা দিয়েছেন লিয়োনেল মেসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১১:২৭
football

বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাস মরক্কোর ফুটবলারদের। ছবি: রয়টার্স।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ইতিহাসে সফলতম দল তারা। সেই আর্জেন্টিনা সপ্তম বার ট্রফি জিততে পারল না। রবিবার রাতে মরক্কোর কাছে ফাইনালে ০-২ গোলে হেরে গিয়েছে তারা। এটাই মরক্কোর প্রথম বিশ্বকাপ। পরাজিত আর্জেন্টিনা দলকে বার্তা দিয়েছেন লিয়োনেল মেসি। ঘানার পর এই প্রথম আফ্রিকার কোনও দেশ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল।

Advertisement

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল মরক্কো। দেখা গেল, তাদের যুব দলও কম যায় না। মরক্কো এমন গ্রুপ থেকে উঠে এসেছে যেখানে ছিল স্পেন, মেক্সিকো, ব্রাজিলের মতো দেশ। ব্রাজিল গ্রুপ পর্বই পেরোতে পারেনি। স্পেন এবং ব্রাজিলকে হারিয়েছে মরক্কো। এর পর দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ফ্রান্সের মতো দেশকে হারিয়ে ফাইনালে উঠেছিল। হারাল আর্জেন্টিনাকেও। শুধু তাই নয়, ট্রফি নিয়ে মেসিকে নকল করেই উৎসব করেছে তারা।

গোটা ম্যাচেই মরক্কোর দৃষ্টিনন্দন ফুটবল নজর কেড়ে নিয়েছে। নিখুঁত ফাইনাল খেলেছে তারা। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ১৫ মিনিটে গোল করেন ইয়াসির জ়াবিরি। সরাসরি ফ্রিকিক থেকে গোল করেন। আর্জেন্টিনার গোলকিপারকে নড়ার সুযোগও দেননি। ২৮ মিনিটে আবার একটি দুর্দান্ত গোল করেন তিনি। এ বার ভলি থেকে।

আর্জেন্টিনাও হাল ছাড়েনি। পাল্টা লড়াই করে বেশ কয়েক বার মরক্কোর বক্সে ঢুকে পড়েছিল তারা। কিন্তু মরক্কোর শক্তিশালী রক্ষণ আর্জেন্টিনার সব আক্রমণ রুখে দেয়। মরক্কোর গোলকিপার গোমিস নজর কেড়ে নেন। মরক্কোর খেলা দেখতে কাসাব্লাঙ্কা, ওয়াশিংটন, ব্রাসিলিয়া থেকে সমর্থকেরা এসেছিলেন। ম্যাচের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

আর্জেন্টিনার হারের পরেই সমাজমাধ্যমে বার্তা লেখা একটি স্টোরি পোস্ট করেন মেসি। লেখেন, “মাথা উঁচু করে থাকো তোমরা। অসাধারণ একটা প্রতিযোগিতা খেলেছ। যদিও আমরা সকলে তোমাদের হাতেই কাপ দেখতে চেয়েছিলাম। তবু যে আনন্দ আমাদের উপহার দিয়েছ এবং যে ভাবে গর্বের সঙ্গে নীল-সাদা জার্সির সম্মান রেখেছ, তা আমাদের হৃদয় জয় করে নিয়েছে।”

Advertisement
আরও পড়ুন