Boys vs Girls Football Match

কলকাতার বুকে অনূর্ধ্ব-১৩ ফুটবলারদের লড়াই, আয়োজনে ‘প্রয়াস’

‘‌প্রয়াস’‌–এর উদ্যোগে রবিবার বেলেঘাটায় হয়ে গেল খুদে ফুটবলারদের এক অভিনব লড়াই। ছেলেদের দলের সঙ্গে লড়াইয়ে নেমেছিল মেয়েরা। দু’টি দলই অনূর্ধ্ব-১৩।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ২২:০৭
Dipendu Biswas

খুদে ফুটবলারদের সঙ্গে দীপেন্দু বিশ্বাস। ছবি: সংগৃহীত।

‘‌প্রয়াস’‌–এর উদ্যোগে রবিবার বেলেঘাটায় হয়ে গেল খুদে ফুটবলারদের এক অভিনব লড়াই। ছেলেদের দলের সঙ্গে লড়াইয়ে নেমেছিল মেয়েরা। দু’টি দলই অনূর্ধ্ব-১৩।

Advertisement

মেয়েদের দল বিটিএ–সিএসজেসি ফুটবল স্কুলকে এই ম্যাচে ২-৩ হারায় ছেলেদের প্রমিসার্স ফুটবল অ্যাকাডেমি। ম্যাচ পরিচালনা করেন প্রাক্তন রেফারি চিত্তদাস মজুমদার। এক সময় কলকাতা ময়দানে যথেষ্ট দক্ষতার সঙ্গে ম্যাচ করেছিলেন তিনি।

ম্যাচের সময় ছোটদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন তিন প্রধানের হয়ে খেলা ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ছিলেন প্রাক্তন মহিলা ফুটবলার শান্তি মল্লিক। ক্যাকটাস ব্যান্ড-খ্যাত সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ শঙ্কর রায় এবং অভিজিৎ বর্মণও এসেছিলেন। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রেসিডেন্ট শুভেন রাহা, প্রাক্তন পুলিশ আধিকারিক সুরজিৎ দে-ও উপস্থিত ছিলেন।

Advertisement
আরও পড়ুন