FIFA Club World Cup 2025

‘কাজটা মোটেই ঠিক হয়নি’, চেলসির ফুটবলারকে চড় মেরে আক্ষেপ পিএসজি কোচের

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে প্যারিস সঁ জরমঁ হেরে যাওয়ার পরেই রেগে গিয়েছিলেন কোচ লুই এনরিকে। চেলসির ফুটবলার জোয়াও পেদ্রোকে চড় মেরেছিলেন তিনি। ম্যাচের পর তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ল পিএসজি কোচের গলায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ২০:৩৩
cricket

ঝামেলার সময় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এনরিকেকে (বাঁ দিকে)। ছবি: রয়টার্স।

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে প্যারিস সঁ জরমঁ হেরে যাওয়ার পরেই রেগে গিয়েছিলেন কোচ লুই এনরিকে। চেলসির ফুটবলার জোয়াও পেদ্রোকে চড় মেরেছিলেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময়। তবে ম্যাচের পর তা নিয়ে আক্ষেপ ঝরে পড়ল পিএসজি কোচের গলায়। স্বীকার করলেন, কাজটা মোটেই ঠিক করেননি।

Advertisement

এমনিতে শান্ত কোচ বলেই পরিচিত এনরিকে। বিপক্ষের প্রতি সম্মান দেখান বরাবর। কিন্তু ক্লাব বিশ্বকাপ ফাইনালে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। পিএসজি গোলকিপার জিয়ানলুইগি ডোনারুম্মার সঙ্গে বিবাদে জড়ান পেদ্রো। ঝামেলা থামাতে সেখানে চলে আসেন এনরিকে। তবে নিজেই ঝামেলায় জড়িয়ে পড়েন এবং পেদ্রোকে চড় মেরে বসেন। এর পর রেফারিদের এগিয়ে আসতে হয় ঝামেলা থামাতে।

ম্যাচের পর এনরিকে বলেছেন, “ম্যাচের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা সকলেই এড়াতে পারত বলে আমার মত। আমার লক্ষ্য সব সময় থাকে নিজের দলের খেলোয়াড়দের সরিয়ে এনে পরিস্থিতি শান্ত রাখা। তবে সেই সময় অনেক চাপ ছিল। তাই হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।”

তিনি আরও বলেন, “ওই ঘটনার পর থেকে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। অনেকে এসে জড়ো হয় সেখানে। আমাদের সকলের উচিত ছিল সেই সময় নিজেদের শান্ত রাখা যেটা আমরা পারিনি। তবে এটাই ফুটবল। সব কিছু তো আর ব্যাখ্যা করা যায় না।”

Advertisement
আরও পড়ুন