Robert Lewandowski

বিদ্রোহ লেয়নডস্কির, কোচকে না সরালে আর খেলবেন না পোল্যান্ডের হয়ে, অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার প্রতিবাদ?

হঠাৎই জাতীয় দলের কোচের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেন রবার্ট লেয়নডস্কি। পোল্যান্ডের ফুটবলার সমাজমাধ্যমের একটি পোস্টে জানিয়েছেন, এখনকার কোচকে সরানো না হলে আর পোল্যান্ডের হয়ে খেলবেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২০:৪২
football

রবার্ট লেয়নডস্কি। ছবি: সমাজমাধ্যম।

হঠাৎই জাতীয় দলের কোচের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলেন রবার্ট লেয়নডস্কি। পোল্যান্ডের ফুটবলার সমাজমাধ্যমের একটি পোস্টে জানিয়েছেন, এখনকার কোচকে সরানো না হলে আর পোল্যান্ডের হয়ে খেলবেন না। অনেকেই মনে করছেন, অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন লেয়নডস্কি।

Advertisement

সমাজমাধ্যমে লেয়নডস্কি লিখেছেন, “এখনকার পরিস্থিতি দেখার পর আমি কোচের উপরে বিশ্বাস হারিয়ে ফেলেছি। তাই যত দিন উনি দায়িত্বে থাকবেন তত দিন পোল্যান্ডের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি বিশ্বের সেরা সমর্থকদের সামনে আরও এক বার খেলার সুযোগ পাব।”

লেয়নডস্কির অভিযোগ কোচ মিকাল প্রোবিয়ার্জ়ের একটি সিদ্ধান্তকে নিয়ে। মঙ্গলবার ফিনল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে পোল্যান্ড। তার আগে প্রোবিয়ার্জ় লেয়নডস্কির বদলে ইন্টার মিলানের পিয়োতর জিয়েলিনস্কিকে অধিনায়ক করে দেন। বিশ্রামের কারণে সেই ম্যাচে খেলবেন না লেয়নডস্কি। তবে তিনি বুঝতে পেরেছেন, অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। তার পরেই কোচের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন তিনি।

পোল্যান্ডের হয়ে ১৫৮টি ম্যাচে ৮৫টি গোল করেছেন লেয়নডস্কি। দেশের হয়ে তিনিই সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। দু’টি বিশ্বকাপ এবং চারটি ইউরো কাপে খেলার নজির রয়েছে। দেশের সেরা খেলোয়াড়ের এই সিদ্ধান্তে ফুটবল সংস্থা কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

Advertisement
আরও পড়ুন