FIFA World Cup 2026 Qualifier

টানা পাঁচ জয়, ১৯ গোল, তবু বিশ্বকাপের টিকিট ‘অধরা’ স্পেনের! পিছিয়ে থেকে ড্র বেলজিয়ামের

অঙ্কের হিসাবে এখনও ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়নি স্পেনের। যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে তুরস্কের কাছে হারলেও চূড়ান্ত পর্বে চলে যেতে পারে ২০১০-এর চ্যাম্পিয়নেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:৫৩
picture of football

জর্জিয়া-স্পেন ম্যাচে বল দখলের লড়াই। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা পাঁচ ম্যাচে জয় পেল স্পেন। শনিবার জর্জিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা। পাঁচ ম্যাচে ১৯টি গোল করেছে স্পেন। একটি গোলও খায়নি। তবু বিশ্বকাপের ছাড়পত্র পেতে অপেক্ষা করতে হচ্ছে ২০১০ সালের চ্যাম্পিয়নদের।

Advertisement

যোগ্যতা অর্জন পর্বে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘ই’তে রয়েছে স্পেন। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৫। সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তুরস্ক। তাদের গোল পার্থক্য +৫। গ্রুপ থেকে একটি দলই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। আগামী মঙ্গলবার দু’দল মুখোমুখি হবে। সেই ম্যাচে তুরস্ক বিরাট ব্যবধানে স্পেনকে হারাতে পারলে তবেই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। গোল পার্থক্যে স্পেনকে ছাপিয়ে যেতে হবে। যা প্রায় অসম্ভব। তবু অঙ্কের হিসাবে সুযোগ রয়েছে তুরস্কের। তাই টানা পাঁচ ম্যাচ জিতেও স্পেনের টিকিট এখনও নিশ্চিত নয়।

শনিবার আগ্রাসী ফুটবল খেলেই পঞ্চম জয় ছিনিয়ে নিয়েছে স্পেন। ফুটবলের সব বিভাগেই জর্জিয়ার থেকে অনেক এগিয়ে ছিল তারা। স্পেনের হয়ে দু’টি গোল করেছেন মিকেল অয়ারাজাবাল। একটি করে গোল করেছেন মার্টিন জুবিমেন্দি এবং ফেরান তোরেস।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও কাজ়াখস্তানের সঙ্গে ১-১ ড্র করেছে বেলজিয়াম। সাত ম্যাচে তাদের পয়েন্ট হল ১৫। গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা উত্তর ম্যাসিডোনিয়ার সাত ম্যাচে ১৩ পয়েন্ট। গোল পার্থক্যেও ভাল জায়গায় রয়েছে বেলজিয়াম। যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ড্র করলেও ২০২৬ বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়ে যাবে তারা।

Advertisement
আরও পড়ুন