Spain FIFA No 1

১১ বছর পর ফুটবলে এক নম্বর দল স্পেন, তার পরেই বিশ্বকাপ থেকে নাম তোলার হুমকি! পতন আর্জেন্টিনা, ব্রাজিলের, কোথায় ভারত?

বিশ্ব ফুটবলের র‌্যাঙ্কিং বদলে গেল। দীর্ঘ ১১ বছর পর আবার বিশ্বের এক নম্বর দেশ হল স্পেন। শীর্ষস্থান থেকে তারা সরিয়ে দিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। ২০২৩-এর এপ্রিলের পর নেমে গেল তারা। নেমে গিয়েছে ব্রাজিল এবং ভারতও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৩
football

ইউরো কাপ জয়ী স্পেন দল। ছবি: সমাজমাধ্যম।

বিশ্ব ফুটবলের র‌্যাঙ্কিং বদলে গেল বৃহস্পতিবার। দীর্ঘ ১১ বছর পর আবার বিশ্বের এক নম্বর দেশ হিসাবে উঠে এল স্পেন। তারা সরিয়ে দিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনাকে। ২০২৩-এর এপ্রিলের পর নেমে গেল তারা। নেমে গিয়েছে ব্রাজিল এবং ভারতও।

Advertisement

সম্প্রতি বুলগেরিয়া এবং তুরস্কের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জিতেছে স্পেন। গত বছর ইউরো কাপও জিতেছে তারা। ধারাবাহিক ভাবে ভাল খেলার ফল পেল স্পেন। ফ্রান্স দ্বিতীয় স্থানেই থাকল। লিয়োনেল মেসির দেশ নেমে গিয়েছে তিনে। চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড।

প্রথম দশের মধ্যে উল্লেখযোগ্য বদল হল পর্তুগালের উঠে আসা। তারা পাঁচে উঠে এসেছে। এক ধাপ নীচে, ছয়ে নেমে গিয়েছে ব্রাজিল। সম্প্রতি বলিভিয়ার কাছে হেরে যাওয়ায় তাদের র‌্যাঙ্কিং ধাক্কা খেয়েছে। এ ছাড়া, প্রথম দশে ফিরেছে ক্রোয়েশিয়া এবং ইটালি। তারা রয়েছে যথাক্রমে নয়ে এবং দশে। জার্মান তিন ধাপ পিছিয়ে চলে গিয়েছে ১২-য়।

সম্প্রতি কাফা নেশনস কাপে ভারতীয় দল হারিয়েছে তাজিকিস্তান এবং ওমানকে। তা সত্ত্বেও পিছিয়ে গিয়েছে ভারত। এক ধাপ নেমে এখন ১৩৪ নম্বরে তারা। উপরে উঠে এসেছে কঙ্গো।

এ দিকে, বৃহস্পতিবারই স্পেনের সরকার জানিয়েছে, ইজ়‌রায়েল যদি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে তা হলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নেবে তারা। স্পেন এই মুহূর্তে যোগ্যতা অর্জন পর্বে দু’টি ম্যাচেই জিতে গ্রুপে সবার উপরে রয়েছে। ইজ়রায়েল রয়েছে নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে। সরাসরি না হলেও প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে যেতেই পারে তারা।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ় জানিয়েছেন, গাজ়‌ার মানুষের প্রতি যে আচরণ করছে ইজ়রায়েল, তাতে বিশ্বকাপের মতো প্রতিযোগিতা তাদের অংশ নিতে দেওয়াই উচিত নয়। চলতি সপ্তাহেই তিনি জানিয়েছিলেন, ইউক্রেনকে আক্রমণ করার জন্য রাশিয়া সঙ্গে যে কাজ করা হয়েছে সেই একই কাজ করা উচিত ইজ়রায়েলের সঙ্গেও। সব ধরনের প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া উচিত।

Advertisement
আরও পড়ুন