EPL

অপ্রতিরোধ্য আর্সেনাল, হার ম্যান সিটির

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড়ে ক্রিস্টাল প্যালেসকে নাজেহাল করে দিয়েছিল আর্সেনাল। ৩৯ মিনিটে ডান পায়ের শটে গোল করেন এজ়ে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০৬:৫২
মধ্যমণি: গোলের পরে এজ়েকে নিয়ে উল্লাস সতীর্থদের।

মধ্যমণি: গোলের পরে এজ়েকে নিয়ে উল্লাস সতীর্থদের। ছবি: রয়টার্স।

ইপিএল

আর্সেনাল ১ ক্রিস্টাল প্যালেস ০

অ্যাস্টন ভিলা ১ ম্যান সিটি ০

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়রথ ছুটেই চলেছে। রবিবার মিকেল আর্তেতার দলের শিকার ক্রিস্টাল প্যালেস। ফল ১-০। জয়ের নায়ক এবেরেচি এজ়ে। তবে ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি। অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ০-১ হারলেন আর্লিং হালান্ড-রা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড়ে ক্রিস্টাল প্যালেসকে নাজেহাল করে দিয়েছিল আর্সেনাল। ৩৯ মিনিটে ডান পায়ের শটে গোল করেন এজ়ে। টানা চারটি ম্যাচ জিতে ২২ পয়েন্ট অর্জন করে আর্সেনাল টেবলের শীর্ষ স্থানেই থাকল।

আর্সেনালে উৎসবের রাতে আঁধার ম্যান সিটি শিবিরে। ঘরের মাঠে ১৯ মিনিটে দুরন্ত গোলে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন ম্যাটি ক্যাস। এর পরেই সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ম্যান সিটি। কিন্তু সামনে একা বিপক্ষের গোলরক্ষককে পেয়েও গোল করতে পারেননি হালান্ড। পেনাল্টি বক্সের ভিতর থেকে তাঁর হাতে বল মারেন। দ্বিতীয়ার্ধের শেষের দিকে হালান্ডের গোল অফসাইডের কারণে বাতিল হয়। অ্যাস্টন ভিলার কাছে হেরে চতুর্থ স্থানে নেমে যাওয়া ম্যান সিটির অর্জিত পয়েন্ট এখন ১৬।

আরও পড়ুন