Vinesh Phogat

পুত্রসন্তানের জন্ম দিলেন বিনেশ, বিয়ের সাত বছর পর মা হলেন অলিম্পিক্স ফাইনাল থেকে বরখাস্ত হওয়া কুস্তিগির

প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেও পদক নিয়ে দেশে ফিরতে পারেননি বিনেশ ফোগাট। তার পর দেশে ফিরে কুস্তি থেকে অবসর নেন। বিয়ের সাত বছর পর মা হলেন দেশের অন্যতম সেরা কুস্তিগির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৬:৪৯
picture of Vinesh Phogat

বিনেশ ফোগাট। —ফাইল চিত্র।

মা হলেন কুস্তিগির বিনেশ ফোগাট। বিয়ের সাত বছর পর মঙ্গলবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অলিম্পিয়ান। হরিয়ানার কংগ্রেস বিধায়কের পরিবার জানিয়েছে, মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছে।

Advertisement

গত মার্চ মাসে বিনেশ নিজেই সমাজমাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। স্বামী সোমবীর রাঠীর সঙ্গে একটি ছবি দিয়েছিলেন। লিখেছিলেন, ‘‘আমাদের সম্পর্কে নতুন অধ্যায় যোগ হতে চলেছে।’’ সঙ্গে দিয়েছিলেন শিশুদের পায়ের ইমোজি। ২০১৮ সালে কুস্তিগির সোমবীরের সঙ্গে বিয়ে হয়েছিল বিনেশের। তার সাত বছর পর তাঁদের সন্তান হল।

প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন বিনেশ। তবু পদক ছাড়াই দেশে ফিরতে হয় তাঁকে। ফাইনালের দিন সকালে শরীরের ওজন অনুমোদিত মাত্রার থেকে ১০০ গ্রাম বেশি থাকায় প্রতিযোগিতা থেকে বাতিল করা হয় বিনেশকে। দেশে ফিরে অবসর নেন। রাজনীতিতে যোগ দেন বিনেশ। হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হন।

অলিম্পিক্স পদক জিততে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতাগুলিতে তাঁর একাধিক পদক রয়েছে। দেশের অন্যতম সেরা কুস্তিগির হিসাবে বিবেচনা করা হয় তাঁকে।

Advertisement
আরও পড়ুন