উৎসব: গোলের পরে ভারতের হকি খেলোয়াড়রা। উৎসব: গোলের পরে ভারতের হকি খেলোয়াড়রা। ছবি: হকি ইন্ডিয়া।
রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে প্রথমে ০-১ পিছিয়ে গেলেও শুট আউটে ৪-৩ গোলে বেলজিয়ামকে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ভারত।
নির্ধারিত সময়ে ফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় শুট আউটে। সেখানে ভারতের গোলকিপার প্রিন্সদীপ সিংহ পরপর দুটি গোল বাঁচিয়ে ভারতকে শেষ চারে উঠতে মুখ্য ভূমিকা নেন। প্রিন্সদীপ আটকে দেন বেলজিয়ামের তৃতীয় ও চতুর্থ গোলের প্রয়াস। উচ্ছ্বসিত প্রিন্সদীপ ম্যাচের পরে বলেছেন, “দর্শকদের সমর্থন দেখে অভিভূত। এ ভাবেই খেলে দর্শকদের জন্য সোনা জিততে চাই।” গ্রুপ পর্বে ২৯টি গোল করে পি আর সৃজেশের কোচিংয়ে নামা ভারতীয় দল। শেষ চারে ভারতের কঠিন পরীক্ষা। খেলতে হবে জার্মানির বিরুদ্ধে।
অপর কোয়ার্টার ফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন জার্মানি শুট আউটে ৩-১ গোলে ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনালে ওঠে। ২০২৩ সালের ফাইনালে জার্মানি ২-১ গোলে হারিয়েছিল ফ্রান্সকে। এ ছাড়া সেমিফাইনালে উঠেছে স্পেন ও আর্জেন্টিনাও। ম্যাচের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্পেন ৪-৩ গোলে হারায় নিউ জ়িল্যান্ডকে। দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১-০ গোলে হারায় নেদারল্যান্ডসকে।
এ দিকে, মেয়েদের জুনিয়র হকি বিশ্বকাপে শুক্রবার গ্রুপের ম্যাচে পূর্ণিমা যাদবের জোড়া গোলের সাহায্যে ভারত ৪-০ গোলে হারাল আয়ারল্যান্ডকে। আগের ম্যাচে জার্মানির কাছে ১-৩ গোলে হারের ধাক্কা কাটিয়ে দুরন্ত ভাবে ঘুরে দাঁড়ায় মেয়েরা। এ দিন পূর্ণিমা (৪২ ও ৫৮ মিনিট) ছাড়া অপর দুটি গোল করেন কণিকা সিওয়াচ (১২ মিনিট) ও সাক্ষী রানা (৫৭ মিনিট)।