BWF World Championships 2025

বিশ্ব ব্যাডমিন্টনের সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ সত্ত্বিক-চিরাগ জুটির, তবু ইতিহাস গড়লেন দুই ভারতীয়

ভারতের প্রথম পুরুষ ডবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জয় সাত্ত্বিক-চিরাগ জুটির। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিল বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি।

Advertisement
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১০:২৭
Picture of Satwiksairaj Rankireddy and Chirag Shetty

(বাঁ দিকে) সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি (ডান দিকে)। ছবি: এক্স।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটিকে। পুরুষদের ডবলস সেমিফাইনালে তাঁরা হেরে গেলেন চিনের ই লিউ-বয়াং চেন জুটির কাছে। সাত্ত্বিক-চিরাগ জুটির পক্ষে ম্যাচের ফল ১৯-২১, ২১-১৮, ১২-২১।

Advertisement

সেমিফাইনালে হেরে গেলেও ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস তৈরি করেছে সাত্ত্বিক-চিরাগ জুটি। ভারতের প্রথম পুরুষ ডবলস জুটি হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতলেন তাঁরা। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিল বিশ্বের প্রাক্তন এক নম্বর জুটি। তা ছাড়া, তাঁদের হাত ধরেই এল এ বারের প্রতিযোগিতায় ভারতের একমাত্র পদক। গত ১৪ বছরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতকে কখনও পদকহীন থাকতে হয়নি। এ বারও ভারতীয় ব্যাডমিন্টনের মান রাখল সাত্ত্বিক-চিরাগ জুটি।

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই জুটির মধ্যে। ম্যাচের শুরুতেই ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারতীয় জুটি। পরে ৯-৩ ব্যবধানে এগিয়ে যায় সাত্ত্বিক-চিরাগ জুটি। কিন্তু চিনা জুটির আগ্রাসী খেলার সামনে লিড ধরে রাখতে পারেননি তাঁরা। দ্রুত ১২-১২ করে ফেলেন লিউ-চেন। শেষ পর্যন্ত ১৯-২১ ব্যবধানে প্রথম গেম হেরে যায় ভারতীয় জুটি। দ্বিতীয় গেমেও আগ্রামী মেজাজে শুরু করেন ভারতীয়েরা। শুরুতেই ৫-১ ব্যবধানে এগিয়ে যান তাঁরা। লড়াই ছাড়েনি চিনা জুটিও। ১৬-১৬ করে ফেলেন তাঁরা। যদিও ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম দখল করে সাত্ত্বিক-চিরাগ জুটি। নির্ণায়ক তৃতীয় গেমে কৌশল কিছুট বদল করে চিনা জুটি। তাতে ০-৭ ব্যবধানে পিছিয়ে পড়েন ভারতীয়েরা। পাল্টা জবাব দিতে কিছুটা দেরি হয় যায় তাঁদের। এই ব্যবধান আর মুছতে পারেননি ভারতের দুই ব্যাডমিন্টন খেলোয়াড়। শেষ পর্যন্ত ১২-২১ ব্যবধানে তৃতীয় গেম এবং ১-২ গেমের ব্যবধানে সেমিফাইনাল হারতে হয় সাত্ত্বিক-চিরাগ জুটিকে।

সেমিফাইনাল ম্যাচের পর হতাশ চিরাগ বলেছেন, ‘‘শেষ গেমের শুরুতে আমরা ছন্দ হারিয়ে ফেলেছিলাম। শুরুটা এক দমই ভাল হয়নি। কয়েকটা সহজ পয়েন্ট দিয়েছি। আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। তবে চিনের খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। ওরা খুব ভাল সার্ভিস করেছে।’’ সাত্ত্বিক বলেছেন, ‘‘আমাদের প্রতিপক্ষ জুটি ভীষণ আত্মবিশ্বাসী ছিল। ওদের শরীরী ভাষাতেই বোঝা যাচ্ছিল। ওরা আমাদের থেকেও বেশি উপভোগ করছিল ম্যাচটা। আমরাও ভাল খেলেছি। তবে বিক্ষিপ্ত ভাবে।’’

Advertisement
আরও পড়ুন