IPL 2021

IPL 2021: হার হজম হচ্ছে না রাহুলের: ভুল থেকে শিক্ষা নিতে পারিনি

আইপিএল-এর আগেও বেশ কয়েকবার তীরে এসে তরী ডুবেছে পঞ্জাব কিংসের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১ ০৯:১০
কেএল রাহুল

কেএল রাহুল

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শেষ ওভারে জিততে গেলে পঞ্জাব কিংসের দরকার ছিল মাত্র ৪ রান। হাতে আট উইকেট। সেই অবস্থা থেকে ম্যাচ হেরে বসলেন কেএল রাহুলরা। ২ রানে ম্যাচ হেরে হতাশ পঞ্জাব কিংস অধিনায়ক।

ম্যাচের শেষে রাহুল বলেন, ‘‘এই হার হজম করা খুব কঠিন। চাপ কী ভাবে সামলাতে হয়, সেটা আমাদের জানতে হবে। সেটা যে আমরা এখনও শিখে উঠতে পারিনি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই ম্যাচে।’’

Advertisement

আইপিএল-এ এর আগেও বেশ কয়েক বার তীরে এসে তরী ডুবেছে পঞ্জাব কিংসের। সেই ম্যাচগুলি থেকে শিক্ষা নিতে না পারার ফল ভুগতে হল। এমনটাই মনে করেন রাহুল। তিনি বলেন, ‘‘আমরা ভুল থেকে শিক্ষা নিতে পারিনি। তাই হারতে হল।’’

রাহুলের দাবি, প্রথম দিকে ভাল বল করলেও ভাগ্য তাঁদের সঙ্গে ছিল না। তিনি বলেন, ‘‘প্রথম ছ’ওভার আমরা ভাল বল করেছি। তবে দুর্ভাগ্য, বেশ কিছু বল কানায় লাগলেও ব্যাটসম্যান আউট হয়নি। পরের দিকে আমরা রাজস্থানের রানের গতি কিছুটা কমাতে পেরেছি।’’

Advertisement
আরও পড়ুন