Novak Djokovic- Jannik Sinner

ফরাসি ওপেনে একই অর্ধে নোভাক-সিনার

ডোপ কাণ্ডে জড়ানোর শাস্তি কাটিয়ে গ্র্যান্ড স্ল্যামে নামবেন সিনার। এই অর্ধে আছেন গত বার ফরাসি ওপেনের রানার্স আলেকজান্ডার জ়েরেভও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ০৬:৪৯
(বাঁ দিকে) নোভাক জোকোভিচ এবং ইয়ানিক সিনার (ডান দিকে)।

(বাঁ দিকে) নোভাক জোকোভিচ এবং ইয়ানিক সিনার (ডান দিকে)। —ফাইল চিত্র।

আসন্ন ফরাসি ওপেনের ড্রয়ে একই অর্ধে আছেন বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার এবং ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। ডোপ কাণ্ডে জড়ানোর শাস্তি কাটিয়ে গ্র্যান্ড স্ল্যামে নামবেন সিনার। এই অর্ধে আছেন গত বার ফরাসি ওপেনের রানার্স আলেকজান্ডার জ়েরেভও। অর্থাৎ সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন জোকোভিচ-সিনার।

ড্রয়ের অপর অর্ধে থাকা গত বারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন কেই নিশিকোরির। রবিবার ইটালীয় ওপেনের ফাইনালে আলকারাসের কাছে স্ট্রেট সেটে হেরেছেন সিনার। স্পেন ও ইটালির এই দুই তারকা দখল করেছেন গত পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম। তাই আসন্ন ফরাসি ওপেনেও তাঁরাই প্রধান আকর্ষণ হতে চলেছেন।

মেয়েদের সিঙ্গলসে গত বারের চ্যাম্পিয়ন ইগা শিয়নটেকের সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কা। খুব একটা ছন্দে না থাকা শিয়নটেক প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভার। সবকিছু ঠিকঠাক থাকলে কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে পড়তে পারেন গত বারের রানার্স ইটালির জ্যাসমিন পাওলিনি। পাশাপাশি বেলারুসের সাবালেঙ্কা প্রথম রাউন্ডে খেলবেন রাশিয়ার কামিলা রাখিমোভার। ‘‘মরসুমে ওঠা-পড়া থাকেই। তবে আমি জানি এখানে জিততে গেলে আমাকে কেমন খেলতে হবে,’’ ড্রয়ের পরে বলেছেন ইগা।

আরও পড়ুন