Jannik Sinner

টেনিসে ১২ হাজারের ক্লাবে ঢুকে পড়লেন উইম্বলডন জয়ী সিনার, ছুঁলেন ফেডেরার, নাদালদের কীর্তিকে

গত সপ্তাহে উইম্বলডন জিতেছেন ইয়ানিক সিনার। ফাইনালে হারিয়েছেন কার্লোস আলকারাজ়‌কে। এই জয়ের সঙ্গে টেনিসের ‘বিগ ফোর’-এর কীর্তি ছুঁয়ে ফেললেন ইটালীয় খেলোয়াড়। ১২ হাজার এটিপি পয়েন্ট হয়ে গেল তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৭:১৪
sports

উইম্বলডন ট্রফি নিয়ে সিনার। ছবি: রয়টার্স।

গত সপ্তাহে উইম্বলডন জিতেছেন ইয়ানিক সিনার। ফাইনালে হারিয়েছেন কার্লোস আলকারাজ়‌কে। এই জয়ের সঙ্গে টেনিসের ‘বিগ ফোর’-এর কীর্তি ছুঁয়ে ফেললেন ইটালীয় খেলোয়াড়। ১২ হাজার এটিপি পয়েন্ট হয়ে গেল তাঁর। এই কীর্তি রয়েছে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ এবং অ্যান্ডি মারের।

Advertisement

উইম্বলডন জিতে এটিপি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও শক্তিশালী করে নিয়েছেন সিনার। টানা ৫৮ সপ্তাহ তিনি রয়েছেন এক নম্বরে। গত বছর ৯৯টা ম্যাচ জিতেছেন। ৯টা ম্যাচ হেরেছেন।

গত মাসে ফরাসি ওপেনের ফাইনালেও উঠেছিলেন সিনার। জয়ের মুখ থেকেও সুযোগ নষ্ট করে আলকারাজ়ের কাছে হেরে যান। ১৯৯৫ সালের পর পঞ্চম খেলোয়াড় হিসাবে প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠার নজির গড়েছেন সিনার। গত বছর তিনি আটটা এটিপি খেতাব জিতেছিলেন। এ বছর শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন।

ডোপিংয়ের কারণে তিন মাস নির্বাসিত ছিলেন সিনার। তার পরেও ১২ হাজার র‌্যাঙ্কিং পয়েন্ট হয়ে গিয়েছে তাঁর। ২০১৬-এ মারে ১২৬৮৫ র‌্যাঙ্কিং পয়েন্টে পৌঁছেছিলেন। তা টপকানোর সুযোগ রয়েছে সিনারের। ২০০৯-এ নাদাল পৌঁছেছিলেন ১৫৩৯০ পয়েন্টে। ২০০৬-এ ফেডেরার পৌঁছেছিলেন ১৫৪৯৫ পয়েন্টে। সবার আগে জোকোভিচ। তিনি ২০১৬-এ পৌঁছেছিলেন ১৬৯৫০ পয়েন্টে।

Advertisement
আরও পড়ুন