Shohei Ohtani

বিজ্ঞাপন থেকে আয়ে রোনাল্ডো-মেসিও পিছনে! জাপানের ওহতানি এখন বিশ্বের এক নম্বর খেলোয়াড়

মোট বার্ষিক আয়ে অনেক খেলোয়াড়ই রয়েছেন শোহেই ওহতানির আগে। তবে শুধু বিজ্ঞাপন থেকে আয়ে সবাইকে টপকে গিয়েছেন জাপানের ৩০ বছরের তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ২১:৫৪
Picture of Sports

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

শোহেই ওহতানি। জাপানের বেসবল খেলোয়াড়। বিশ্বের অন্যতম সেরাও বটে। বেসবলপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত নাম। ৩০ বছরের ওহতানি জনপ্রিয় বহুজাতিক সংস্থাগুলির কাছেও। বলা ভাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়োনেল মেসির থেকেও প্রিয়।

Advertisement

আমেরিকার মেজর লিগ বেসবলের দল লস অ্যাঞ্জেলস ডজার্স ২০২৪ সালে তাঁর সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে। রেকর্ড ৭০০ মিলিয়ন ডলারের (প্রায় ৬০১০ কোটি টাকা) চুক্তি তাঁর সঙ্গে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে পেতে এক রকম ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়েছিলেন লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। যা সে সময় ছিল পেশাদার ক্রীড়াজগতের সব চেয়ে দামী চুক্তি। এমন খেলোয়াড়কে স্বাভাবিক ভাবেই বহুজাতিক সংস্থাগুলি বিজ্ঞাপনের মুখ করবে বা বিপণন দূত করতে চাইবে। তবে ক্রীড়াবিশ্বকে চমকে দিচ্ছে ওহতানির ‘এনডোর্সমেন্ট’এর পরিমাণ।

বেসবস বিশ্বের জনপ্রিয়তম খেলা নয়। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথম পাঁচেও আসে না। তবু দুই জনপ্রিয় ফুটবলার রোনাল্ডো এবং মেসিকে ছাপিয়ে গিয়েছেন জাপানের বেসবল খেলোয়াড়। শুধু বিজ্ঞাপন বাবদ বছরে ১০০ মিলিয়ন ডলার (প্রায় ৮৬০ কোটি টাকা) আয় করেন ওহতানি। বিশ্বের প্রথম সারির ২০টি বহুজাতিক সংস্থার বিপণন দূত তিনি। তার মধ্যে রয়েছে জাপানের বেশ কয়েকটি সংস্থা। এ ছাড়াও বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনের মুখ তিনি। এই মুহূর্তে বিশ্বের আর কোনও ক্রীড়াবিদ বিজ্ঞাপন থেকে এই পরিমাণ আয় করেন না।

মোট আয়ের নিরিখে অবশ্য দুই ফুটবলারের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন জাপানি তরুণ। মোট আয়ে ওহতানির থেকে এগিয়ে আছেন আরও অনেকে। তবু বিজ্ঞাপন থেকে তাঁর আয় হয়ে উঠেছে চর্চার বিষয়।

Advertisement
আরও পড়ুন