Chennai Super kings

MS Dhoni: নতুন খেলায় মেতেছেন ধোনি, খেলছেন ঘুমের মধ্যেও, ফাঁস করলেন সাক্ষী

আগে এই সমস্ত ভিডিয়ো গেম একেবারেই পছন্দ করতেন না সাক্ষী।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ১৯:০৫
গেমে মগ্ন ধোনি

গেমে মগ্ন ধোনি টুইটার

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর পাবজি আর কল অফ ডিউটিতে মজে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। অবস্থা এমনই যে, ঘুমের সময়ও এই সমস্ত ভিডিয়ো গেমের চিন্তায় মগ্ন থাকেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ১১ তম বিবাহ বার্ষিকীর দিনে এমনটা জানিয়েছেন তাঁর স্ত্রী সাক্ষী।

চেন্নাই সুপার কিংসের করা ভিডিয়োতে মাহি পত্নী বলেন, ‘‘ও সব সময়ই কিছু না কিছু নিয়ে চিন্তা করে। আজকাল ও খুব পাবজি আর কল অফ ডিউটি খেলছে। ঘুমের সময়ও এই নিয়ে খেলার সাথীদের সঙ্গে কথা বলতে থাকে। আমি প্রথমে ভেবেছিলাম আমার সাথেই কথা বলছে বোধ হয়। পরে আসল ব্যাপারটা বুঝতে পারি।’’

Advertisement

আগে এই সমস্ত ভিডিয়ো গেম একেবারেই পছন্দ করতেন না সাক্ষী। আর এখন শোওয়ার ঘরেও পাবজি ঢুকে পড়েছে। প্রথম দিকে মানতে না পারলেও ধীরে ধীরে এটা গা সওয়া হয়ে গিয়েছে সাক্ষীর। তিনি বলেন, ‘‘ধোনি সব সময় নতুন কিছু করতে পছন্দ করে। তাই হয়ত ও এই সমস্ত গেম ওর প্রিয়।’’

এই ভিডিয়োতে ধোনির সঙ্গে প্রথম দেখা হওয়া, পরিচয়, প্রেম নিয়েও অনেক কথাই বলেছেন সাক্ষী। তিনি বলেন, ‘‘ধোনিই আমাকে গোটা বিশ্ব দেখিয়েছে। আমি আজ যতটুকু যা শিখেছি, সবটাই ওর জন্য।’’

ধোনির সঙ্গে সাক্ষী

ধোনির সঙ্গে সাক্ষী টুইটার

Advertisement
আরও পড়ুন