Pakistan Hockey Team

চাইলেও কড়া হতে পারছে না ভারত, পাকিস্তানের হকি দলের জন্য দরজা খুলছে কেন্দ্র

২০২৫ সালে বেশ কিছু আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। সবগুলিতেই অংশগ্রহণের কথা পাকিস্তানের খেলোয়াড়দের। পহেলগাঁওয়ের পর কেন্দ্রের অবস্থান ঘিরে তৈরি হয়েছে সমস্যা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৭:৪৬
picture of Pakistan Hockey team

পাকিস্তানের হকি দল। ছবি: এক্স (টুইটার)।

হকির এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপের আয়োজক এ বার ভারত। এই দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কথা পাকিস্তানের। পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর নয়াদিল্লির পাক-বিরোধী অবস্থানের জন্য তাদের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু কড়া অবস্থান বজায় রাখা কঠিন। পাকিস্তানের খেলোয়াড়দের জন্য দরজা খুলতেই হচ্ছে কেন্দ্রকে।

Advertisement

ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তে অবশেষে স্বস্তি মিলল ভারতীয় হকি কর্তাদের। দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় আন্তর্জাতিক হকি সংস্থার (এফআইএইচ) দ্বারস্থ হয়েছিলেন পাকিস্তানের কর্তারা। এফআইএইচ কর্তারা স্বাভাবিক ভাবেই চাপ তৈরি করছিলেন হকি ইন্ডিয়ার কর্তাদের উপর। কিন্তু দিলীপ তিরকেদের কেন্দ্রের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না।

আগামী অগস্টে রাজগীরে হবে এশিয়া কাপ হকি। সেপ্টেম্বরে চেন্নাইয়ে হবে জুনিয়র বিশ্বকাপ হকি। আন্তর্জাতিক হকি সংস্থার নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আয়োজকদের। না হলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে আয়োজক দেশের বিরুদ্ধে। ফলে পাকিস্তান নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান চাপে রেখেছিল ভারতীয় হকি কর্তাদের।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের দুই দলের খেলোয়াড় এবং কোচদের ভিসা অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়া মন্ত্রক। হকি ইন্ডিয়ার কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। যদিও সরকারি ভাবে পাকিস্তানের দু’টি হকি দলকে ভারতের আসার অনুমতি দেওয়ার কথা ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, দু’এক দিনের মধ্যেই সেই ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক হকি সংস্থার শাস্তির ভয় তো আছেই। এ ছাড়াও পাকিস্তানকে অংশগ্রহণ করতে না দিলে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার নীতি অমান্য করার অভিযোগও উঠবে ভারতের বিরুদ্ধে। তাতে ২০৩৬ সালের অলিম্পিক্স বা ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের স্বপ্নও ভঙ্গ হতে পারে। কারণ এই দুই প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করে পাকিস্তান।

শুধু হকি নয়। ২০২৫ সালে ভারতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। অগস্টে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর। আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা জুনিয়র শুটিং বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করার কথা পাকিস্তানের খেলোয়াড়দের। তাই হকি দলকে আসার অনুমতি না দিলে এই প্রতিযোগিতাগুলি আয়োজনের দায়িত্বও হাতছাড়া হতে পারে।

Advertisement
আরও পড়ুন