French Open 2025

ফরাসি ওপেনের শেষ আটে জোকোভিচ, কোয়ার্টার ফাইনালে জ়েরেভ, গফও, বিদায় মহিলাদের তৃতীয় বাছাই পেগুলার

প্রত্যাশা মতোই বাছাই খেলোয়াড়েরা জয় পেলেন ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে। তবে হেরে গেলেন মহিলাদের তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। তাঁকে হারালেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় লোইস বোয়সন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ২৩:১৪
picture of Novak Djokovic

নোভাক জোকোভিচ। ছবি: এক্স (টুইটার)।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডের ম্যাচে ব্রিটেনের ক্যামেরন নরিকে সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ আটে পৌঁছেছেন তৃতীয় বাছাই আলেকজান্ডার জ়েরেভ। মহিলাদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দ্বিতীয় বাছাই কোকো গফ ষষ্ঠ বাছাই মিরা আন্দ্রিভা, সপ্তম বাছাই ম্যাডিসন কিজ়। তবে চতুর্থ রাউন্ডে হেরে গেলেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলা।

Advertisement

সহজে চতুর্থ রাউন্ডের বাধা টপকালেন জোকোভিচ। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-৩, ৬-২। সহজ জয় পেলেও প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়কে। তিনটি ডবল ফল্ট করেছেন জোকার। প্রথম সার্ভিসও ঠিকঠাক পড়েনি এ দিন। তবু নরির দুর্বল টেনিস সমস্যা ফেলতে পারেনি তাঁকে। জ়েরেভকে অবশ্য বিশেষ লড়াই করতে হল না। নেদারল্যান্ডসের অবাছাই খেলোয়াড় ট্যালন গ্রিকস্পুরের বিরুদ্ধে ওয়াকওভার পেলেন তিনি। জ়েরেভ ৬-৪, ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় চোটের জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন গ্রিকস্পুর।

মহিলাদের সিঙ্গলসে প্রত্যাশা মতোই এগোলেন গফ। ৬-০, ৭-৫ ব্যবধানে আমেরিকার খেলোয়াড় হারিয়ে দিলেন রাশিয়ার অবাছাই খেলোয়াড় একতেরিনা আলেকজান্দ্রোভাকে। গফও এ দিন চারটি ডবল ফল্ট করলেন। শেষ আটে উঠলেন সপ্তম বাছাই আমেরিকার কিজ়ও। তিনি হারালেন স্বদেশীয় অবাছাই খেলোয়াড় হেইলি ব্যাপটিস্টকে।

ফরাসি ওপেনে অঘটন ঘটল সোমবারও। চতুর্থ রাউন্ডে বিদায় নিলেন আমেরিকার আর এক বাছাই খেলোয়াড় পেগুলা। সাতটি ডবল ফল্ট করেও তাঁকে হারিয়ে দিলেন ফ্রান্সের অবাছাই লোইস বোয়সন। ২২ বছরের তরুণী প্রথম সেট ৬-৩ ব্যবধানে হেরে যাওয়ার পরও হাল ছাড়েননি। উল্টে পাল্টা লড়াইয়ে পরের দু’টি সেট ছিনিয়ে নেন ৬-৪, ৬-৪ ব্যবধানে।

Advertisement
আরও পড়ুন