Junior Hockey World Cup

ভারতে আসবে না, ছোটদের বিশ্বকাপ হকি থেকে নাম তুলে নিল পাকিস্তান, পরিবর্তে কাদের সুযোগ?

ক্রিকেটের মতো পাকিস্তানের হকি কর্তারাও ভারতের দল পাঠাতে নারাজ। তাই ছোটদের হকি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল তারা। একই গ্রুপে ছিল ভারত এবং পাকিস্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৫:১৯
picture of Hockey

ছোটদের হকি বিশ্বকাপে হবে না ভারত-পাকিস্তান লড়াই। ছবি: এক্স।

এশিয়া কাপের পর জুনিয়র বিশ্বকাপ হকির জন্য ভারতে দল পাঠাবে না পাকিস্তান। প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের কথা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে (আইএইচএফ) জানিয়ে দিয়েছে পাকিস্তানের হকি সংস্থা। পরিবর্ত দলের নাম এখনও ঘোষণা করেনি আইএইচএফ।

Advertisement

ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় পাকিস্তান। শুধু ক্রিকেট নয়, হকি দলও পাঠাতে চায় না তারা। অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে গত এশিয়া কাপ হকিতে অংশ নেয়নি পাকিস্তান। এ বার ছোটদের বিশ্বকাপ থেকেও সরে দাঁড়াল তারা। আগামী ২৮ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চেন্নাই এবং মাদুরাইয়ে হওয়ার কথা ছোটদের হকি বিশ্বকাপ। মোট ২৪টি দেশ খেলবে।

পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, চিলে এবং সুইৎজ়ারল্যান্ড। পাকিস্তান নাম তুলে নেওয়ায়, তাদের জায়গায় কারা সুযোগ পাবে, তা এখনও জানায়নি আইএইচএফ। দ্রুত পরিবর্ত দেশের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেছেন, ‘‘পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা খেলতে আসবে কি না, সেটা ওদের ব্যাপার। কিন্তু অনন্তকাল অপেক্ষা করা সম্ভব নয়।’’ উল্লেখ্য, পাকিস্তান এশিয়া কাপ হকি খেলতে ভারতে না আসায় সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি রানা মুজাহিদ গত ক্রিকেট এশিয়া কাপের সময় ভারতীয় দলের সমালোচনা করেছিলেন। সলমন আলি আঘাদের সঙ্গে করমর্দন করেননি সূর্যকুমার যাদবেরা। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভারতের মাটিতে কোনও ম্যাচ খেলতে তিনি রাজি নন। কয়েক দিন আগে সুলতান জোহর কাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তানের ছোটদের দল। হাড্ডাহাড্ডি সেই ম্যাচ শেষ হয়েছিল ৩-৩ গোলে। স্বভাবতই ছোটদের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল।

Advertisement
আরও পড়ুন