Rafael Nadal at French Open

টেনিস থেকে অবসর নেওয়ার পরেও ফরাসি ওপেনে ফিরছেন নাদাল! খেলবেন রোলঁ গারোজে?

গত বছরের শেষ ভাগে টেনিস থেকে অবসর নিয়েছিলেন রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় দীর্ঘ চোট-আঘাতের পর বিদায় জানিয়েছিলেন টেনিসকে। আবার তিনি ফিরতে চলেছেন ফরাসি ওপেনে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৩:৪৬
cricket

রাফায়েল নাদাল। — ফাইল চিত্র।

গত বছরের শেষ ভাগে টেনিস থেকে অবসর নিয়েছিলেন রাফায়েল নাদাল। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী খেলোয়াড় দীর্ঘ চোট-আঘাতের পর বিদায় জানিয়েছিলেন টেনিসকে। আবার তিনি ফিরতে চলেছেন ফরাসি ওপেনে, যা ভক্তদের কাছে রোলঁ গারোজ নামে পরিচিত।

Advertisement

তবে ফরাসি ওপেনে খেলোয়াড় নাদালকে দেখতে পাওয়া যাবে না। অবসর ভেঙে তিনি প্রতিযোগী হিসাবে ফিরছেন না। থাকবেন আমন্ত্রিত অতিথি হিসাবে। সম্প্রতি ফরাসি ওপেনের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। প্রতিযোগিতা চলার সময় নাদালকে সংবর্ধিত করা হবে। ফরাসি ওপেনের ডিরেক্টর এমিলি মরেসমোর দাবি, ব্যতিক্রমী সংবর্ধনা হতে চলেছে।

৪৫ সেকেন্ডের ভিডিয়োয় ফরাসি ওপেনের বিভিন্ন ম্যাচের মুহূর্ত তুলে ধরা হয়েছে। নেপথ্যে রয়েছে নাদালের গলা। প্যারিসের সুরকির কোর্টে খেলার যে মাহাত্ম্য, যে কঠিন চ্যালেঞ্জ খেলোয়াড়দের সামলাতে হয় সেটাই উঠে এসেছে তাঁর ভাষণে। ফরাসি ওপেনকে সাহসিকতার প্রতীক হিসাবে বর্ণনা করেছেন তিনি।

নাদালকে সম্মান জানানোর প্রসঙ্গে মরেসমো বলেছেন, “ফরাসি ওপেনে অনেক ভাবে নিজের ছাপ রেখে গিয়েছে রাফা। তাই ওর সম্মানে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। আমি চাই সেটা ব্যতিক্রমী হোক। সবাইকে অবাক করে দিতে চাই।”

নাদাল মোট ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন। বাকি সব খেলোয়াড়ের চেয়ে বেশি। গত বার অবশ্য প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন