Asia Cup 2025 Hockey

এশিয়া কাপ হকিতে আটকে গেলেন হরমনপ্রীতেরা, প্রচুর সুযোগ নষ্ট করে ড্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে

এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল ভারতীয় হকি দল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৫২ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে ড্র করলেন হরমনপ্রীত সিংহেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৮
picture of Hockey

প্রত্যাশা মতো খেলতে পারলেন না হরমনপ্রীত সিংহেরা। ছবি: এক্স।

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জয়ের পর সুপার ফোর পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল ভারতীয় হকি দল। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেরা ফর্মে দেখা গেল না পর পর দু’টি অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীদের। হরমনপ্রীত সিংহেরা গোলের বেশ কিছু সহজ সুযোগও নষ্ট করেছেন এ দিন। ২-২ গোলে শেষ হল দু’দলের লড়াই।

Advertisement

প্রবল বৃষ্টির জন্য বুধবার সন্ধে ৭.৩০ মিনিটে সময় শুরু করা যায়নি ভারত-দক্ষিণ কোরিয়ার খেলা। নির্দিষ্ট সময়ের ৫০ মিনিট পর রাত ৮.২০ মিনিটে শুরু হয় ম্যাচ। এ দিন শুরু থেকেই চেনা মেজাজে দেখা যায়নি ভারতীয় দলকে। শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার আগ্রাসী খেলার সামনে কিছুটা গুটিয়েই ছিলেন হরমনপ্রীতেরা। প্রথম গোল অবশ্য ভারতই করে। ৮ মিনিটে হার্দিক সিংহ এগিয়ে দেন ভারতীয় দলকে। পিছিয়ে পড়ার পর দক্ষিণ কোরিয়া খেলার গতি বাড়িয়ে দেয়। ফলও পায় তারা। ১২ মিনিটের মাথায় ‘ডি’এর মধ্যে যুগরাজ সিংহ ফাউল করলে পেনাল্টি স্ট্রোক পায় তারা। দক্ষিণ কোরিয়ার হয়ে সমতা ফেরান জিহুন ইয়াং। সমতা ফেরানোর ২ মিনিট পরই ‘ডি’এর মধ্যে বলে পা লাগিয়ে ফেলেন মনদীপ সিংহ। পেনাল্টি কর্নার থেকে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে দেন ইয়োনহং কিম। ম্যাচের প্রথম কোয়ার্টারে ১-২ ব্যবধানে পিছিয়ে গিয়ে চাপে পড়ে যায় ভারতীয় শিবির।

দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে ভারতীয় দলের দাপট ছিল বেশি। একের পর এক গোলের সুযোগ তৈরি হলেও লাভ হয়নি। পেনাল্টি কর্নারও কাজে লাগাতে পারেননি হরমনপ্রীতেরা। দক্ষিণ কোরিয়ার ডিফেন্স বেশ সতর্ক ছিল। তার মধ্যেই কয়েক বার প্রতি আক্রমণে উঠে ভারতকে পাল্টা চাপে ফেলে দেন কোরীয়েরা। ভারতীয় শিবিরে স্বস্তি ফেরে ম্যাচের ৫২ মিনিটে। সমতা ফেরান মনদীপ।

সমতায় ফেরার পরও আক্রমণের তীব্রতা বজায় রাখে ভারতীয় দল। সমানে সমানে লড়াই করেছে দক্ষিণ কোরিয়াও। তবে ভারতীয় খেলোয়াড়েরা যে ভাবে সুযোগ নষ্ট করেছেন, তা চিন্তার। হরমনপ্রীতদের পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারাও প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ পর্বে উদ্বেগ বাড়াতে পারে কোচ ক্রেগ ফুলটনের।

Advertisement
আরও পড়ুন