World Athletics Championships 2025

১৪তম বিশ্বরেকর্ড! আবার নতুন কীর্তি ডুপ্লান্টিসের, টানা তিন বার বিশ্ব জয় সুইডেনের পোলভল্টারের

২০২০ সালে পোল্যান্ডে প্রথম বার বিশ্বরেকর্ড গড়েছিলেন আর্মান্ড ডুপ্লান্টিস। সে বার তিনি ৬.১৭ মিটার লাফিয়েছিলেন। তার পর থেকে ধারাবাহিক ভাবে ভেঙে চলেছেন নিজের গড়া বিশ্বরেকর্ডই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৮
picture of Armand Duplantis

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর আর্মান্ড ডুপ্লান্টিস। ছবি: এক্স।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা মতোই পুরুষদের পোলভল্টে সোনা জিতলেন আর্মান্ড ডুপ্লান্টিস। টোকিয়োয় ৬.৩০ মিটার উচ্চতা অতিক্রম করলেন সুইডেনের অ্যাথলিট। শুধু তাই নয়। এই নিয়ে ১৪ বার নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙলেন।

Advertisement

গত অগস্টে ৬.২৯ মিটার লাফিয়ে নিজের ১৩তম বিশ্বরেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। ৩৩ দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে দিলেন নিজেই। সোমবার ৬.৩০ মিটার লাফিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব নিজের দখলেই রাখলেন ২৫ বছরের অ্যাথলিট। এই নিয়ে টানা তিন বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন তিনি। গত প্যারিস অলিম্পিক্সে ৬.২৫ মিটার লাফিয়ে সোনা জিতেছিলেন ডুপ্লান্টিস। তার পর থেকে পাঁচ বার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।

২০২০ সালে পোল্যান্ডে প্রথম বার বিশ্বরেকর্ড গড়েছিলেন ডুপ্লান্টিস। সে বার তিনি ৬.১৭ মিটার লাফিয়েছিলেন। তার পর থেকে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ধারাবাহিক ভাবে ভেঙে চলেছেন নিজের গড়া বিশ্বরেকর্ডই। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও অন্যথা হল না।

Advertisement
আরও পড়ুন