Emma Raducanu

ম্যাচ শেষে ‘পরপুরুষ’-এর সঙ্গে আলিঙ্গন করলেন না! আবার জল্পনায় আলকারাজ়-রাডুকানু প্রেম

এমা রাডুকানুর সঙ্গে সম্পর্ক ছিল ফুটবলার কার্লো অগোস্টিনেলির। ২০২৪ সালের জুন মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তার পর থেকে সরকারি ভাবে ব্রিটিশ টেনিস খেলোয়াড় ‘সিঙ্গল’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৮:০১
Picture of Tennis

(বাঁ দিকে) কার্লোস আলকারাজ় এবং এমা রাডুকানু (ডান দিকে)। ছবি: রয়টার্স।

এমা রাদুকানু কি কার্লোস আলকারাজ়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন? কিছু দিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চললেও কেউই মুখ খোলেননি। তবে ইউএস ওপেন শুরুর আগে জল্পনা বৃদ্ধি পেল ব্রিটিশ তরুণীর আচরণে।

Advertisement

ইউএস ওপেন শুরুর আগে একটি প্রদর্শনী মিক্সড ডবলস প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ম্যাচের পর রাডুকানু প্রতিপক্ষ জ্যাক ড্র্যাপারকে এড়িয়ে যান। খেলা শেষ হওয়ার পর ড্র্যাপারের সঙ্গে হাত মেলান রাডুকানু। কিন্তু ড্র্যাপার তাঁকে জড়িয়ে ধরতে গেলে এড়িয়ে যান রাডুকানু। অথচ আলকারাজ় এবং ড্র্যাপার খেলার শেষে করমর্দন করার পর পরস্পরকে জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, ড্র্যাপারের জুটি জেসিকা পেগুলার সঙ্গে করমর্দন করার পরও তাঁকে জড়িয়ে ধরেছেন আলকারাজ়। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে রাডুকানুর আচরণ ঘিরে। টেনিসপ্রেমীদের মনে তৈরি হয়েছে প্রশ্ন। তবে কি প্রেমিক আলকারাজ়ের সামনে অন্য পুরুষকে জড়িয়ে ধরতে চাননি রাডুকানু?

সেই ম্যাচে রাডুকানু-আলকারাজ় জুটি হেরে যায় শীর্ষ বাছাই ড্র্যাপার-পেগুলা জুটির কাছে। তার পরও রাডুকানু স্বদেশীয় ড্র্যাপারকে শুধু নিয়মরক্ষার সৌজন্য দেখিয়েছেন। তাঁর মধ্যে আন্তরিকতা দেখতে পাননি টেনিসপ্রেমীরা। তার পর থেকেই তাঁর সঙ্গে আলকারাজ়ের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। উল্লেখ্য, রাডুকানুর সঙ্গে সম্পর্ক ছিল ফুটবলার কার্লো অগোস্টিনেলির। ২০২৪ সালের জুন মাসে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। তার পর থেকে সরকারি ভাবে ব্রিটিশ টেনিস খেলোয়াড় ‘সিঙ্গল’ রয়েছেন।

নিউ ইয়র্কের এই মিক্সড ডবলস প্রতিযোগিতায় খেলেন বিশ্বের প্রথম সারির খেলোয়াড়েরা। এ বার প্রতিযোগিতার পুরস্কার মূল্য বৃদ্ধি পাওয়ায় খেলেছেন নোভাক জোকোভিচ, দানিল মেদভেদেভ, ইগা শিয়নটেকের মতো খেলোয়াড়েরাও।

Advertisement
আরও পড়ুন