Novak Djokovic

কোর্টে বমি জোকোভিচের! উদ্বেগ নোভাককে নিয়ে, কী হয়েছে টেনিস তারকার?

রবিবার ইয়ানিক হ্যানফম্যানের বিরুদ্ধে খেলার সময় কোর্টেই বমি করে ফেলেন নোভাক জোকোভিচ। বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়ের শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৫:২২
picture of Novak Djokovic

রবিবার কোর্টে অসুস্থ হয়ে পড়েন নোভাক জোকোভিচ। ছবি: এক্স।

নোভাক জোকোভিচ কি অসুস্থ? অসুস্থতা নিয়েই সাংহাই মাস্টার্স খেলছেন? রবিবার ম্যাচের মাঝে কোর্টেই বমি করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। তা দেখেই প্রশ্ন তৈরি হয়েছে টেনিসপ্রেমীদের মনে। যদিও ইয়ানিক হ্যানফম্যানকে হারিয়ে প্রতিযোগিতার প্রিকোয়ার্টার ফাইনালে উঠেছেন জোকোভিচ।

Advertisement

সাংহাইয়ের গরম এবং আর্দ্রতায় সমস্যায় পড়ছেন খেলোয়াড়েরা। টেনিস খেলার মতো পরিস্থিতি নেই। অনেকেই সমস্যায় পড়ছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খেলতে হচ্ছে জোকোভিচকে। রবিবার প্রচন্ড গরমের মধ্যেই খেলতে হয় সকলকে। কিছু ক্ষণ খেলার পর অস্বস্তি অনুভব করেন জোকার। কোর্টের পাশে বমি করে ফেলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। খেলার মাঝে জোকারকে বমি করতে দেখে টেনিসপ্রেমীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জোকোভিচ বলেছেন, ‘‘এখানকার আবহাওয়া অত্যন্ত অস্বস্তিকর। প্রায় সকলেরই সমস্যা হচ্ছে। প্রতিদিনই আর্দ্রতার পরিমাণ থাকছে ৮০ শতাংশের বেশি। এই পরিস্থিতিতে দিনে রোদের মধ্যে ম্যাচ খেলতে বেশি সমস্যা হচ্ছে। আমার বোধহয় একটু বেশিই হচ্ছে। এমন পরিস্থিতির সঙ্গে আমার শরীর মানিয়ে নিতে পারছে না। তা ছাড়া হ্যানফম্যান কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। কোর্টে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সব মিলিয়ে একটু অস্বস্তি হচ্ছিল।’’

প্রচন্ড গরমে অস্বস্তি হলেও ম্যাচ জিততে সমস্যা হয়নি জোকোভিচের। হ্যানফম্যানের বিরুদ্ধে তিন সেট লড়াই করতে হয়েছে তাঁকে। প্রথম সেট হেরেও ম্যাচ জিতেছেন। জোকারের পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৭-৫, ৬-৩। প্রিকোয়ার্টার ফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ স্পেনের জাউমি মুনার।

Advertisement
আরও পড়ুন