Euro 2020

Euro 2020: ইউরো ফাইনাল দেখতে ডাক পেলেন এরিকসেন ও তাঁর ছয় চিকিৎসক

ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচের প্রথমার্ধে মাঠের মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়েন তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২১ ০০:৫৫
ক্রিশ্চিয়ান এরিকসেন

ক্রিশ্চিয়ান এরিকসেন টুইটার

তাঁকে ছাড়াই ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ডেনমার্ক। মাঠের মধ্যে খেলতে খেলতে হঠাৎ অসুস্থ না হলে দলেই থাকতেন ক্রিশ্চিয়ান এরিকসেন। রবিবার ইউরো কাপের ফাইনালে তাঁকে ও তাঁকে বাঁচাতে তাৎক্ষনিক ভূমিকা পালন করা চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়েছে উয়েফা

ফিনল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচের প্রথমার্ধে মাঠের মধ্যেই হঠাৎ মুখ থুবড়ে পড়েন তিনি। ছুটে যান দুই দলের ফুটবলাররা। চিকিৎসকরাও দ্রুত তাঁর চিকিৎসা শুরু করে প্রাণ বাঁচান। মাঠেই দেওয়া হয় সিপিআর। গোটা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল এই ঘটনা।

Advertisement

তবে এখন ভাল আছেন ডেনমার্কের এই ফুটবলার। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিনি। রবিবার ওয়েম্বলিতে এরিকসেনের সঙ্গেই উপস্থিত থাকবেন তাঁর স্ত্রী, ও ছয় ডাক্তার। উয়েফার এই আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত এরিকসেনের চিকিৎসক পেদের এসগার্ড। তিনি বলেন, ‘‘দারুণ আনন্দ হচ্ছে আমার। ক্রিসমাসের আগে বাচ্চাদের যেমন লাগে ঠিক তেমন অনুভূতি হচ্ছে। আমি গর্বিত আমাদের ডাক্তারদের সকলের প্রচেষ্টায় এরিকসেন এখন ভাল রয়েছে।’’

ডেনমার্কের ফাইনালে যাওয়া শুধু নয় চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। পেদের বলেন, ‘‘আশা করছি ইটালি আর ডেনমার্কের ফাইনাল হবে। আর ডেনমার্ক যদি চ্যাম্পিয়ন হতে পারে তা হলে তো কথাই নেই। দারুণ হবে।’’

ক্রিশ্চিয়ান এরিকসেন

ক্রিশ্চিয়ান এরিকসেন ফাইল চিত্র

Advertisement
আরও পড়ুন