—প্রতীকী চিত্র।
শ্রীনগরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ টেবল টেনিসে ছেলেদের ৬৯ তম জাতীয় বিদ্যালয় প্রতিযোগিতায় দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। সোনা জয়ী বাংলা দলের সদস্য ছিলেন ঔশিক ঘোষ, প্রত্যুষ মন্ডল, রাজদীপ দে, সংগ্রাম সরকার ও প্রিয়াংশু কর্মকার।
অনূর্ধ্ব-১৯ মেয়েদের বিভাগে রানার্স হয়েছে বাংলা। সারা প্রতিযোগিতায় ভাল খেললেও ফাইনালে তারা তামিলনাড়ুর কাছে হেরে যায়। মেয়েদের দলের সদস্যরা হলেন দেবলীনা গড়াই, দীপান্বিতা সাহা, দিয়া বসু ও দিশা বসু। গত বছরে বাংলার ছেলেরা রুপো ও মেয়েরা ব্রোঞ্জপদক পেয়েছিলেন।
এ বছরে ছেলেরা সোনা ও মেয়েরা রুপো জেতায় স্বভাবতই খুশির হাওয়া বাংলার টেবল টেনিস মহলে।