Upcoming Folding Smartphones

জুলাইয়ে বাজার কাঁপাবে ফোল্ডিং স্মার্টফোন! ভাঁজ করা নতুন মডেল আনছে কোন কোন সংস্থা?

চলতি বছরের জুলাই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বাজারে আসবে একগুচ্ছ ভাঁজ করা নতুন স্মার্টফোন। কোন কোন মডেল কেনার সুযোগ পাবেন গ্রাহক? সেখানে থাকছে কী কী সুবিধা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৪:৫৪
Representative Picture

—প্রতীকী ছবি।

চলতি বছরের জুলাই মাসে বাজারে আসছে একগুচ্ছ ফোল্ডিং স্মার্টফোন। ভাঁজ করা নতুন অ্যান্ড্রয়েড চলভাষ যন্ত্র লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং চিনা সংস্থা ভিভো। সংশ্লিষ্ট ফোনগুলিতে থাকছে কী কী সুবিধা? স্মার্ট লুকের নিরিখে এগিয়ে কে? গ্রাহকদের মধ্যে এই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে জল্পনা। আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে দু’টি ফোল্ডিং স্মার্টফোন বাজারে আনার কথা রয়েছে স্যামসাংয়ের। সেগুলি হল, জ়েড ফ্লিপ ৭ এবং জ়েড ফোল্ড ৭। এ ছাড়া প্রথম ফোনটির লাইটার ভার্সানও গ্রাহকদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে বহুজাতিক দক্ষিণ কোরীয় বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী সংশ্লিষ্ট সংস্থার। পাশাপাশি ওয়াচ ৮ এবং ওয়াচ ৮ ক্লাসিক লঞ্চ করার কথা রয়েছে তাদের।

অন্য দিকে, ভিভো যে নতুন ফোল্ডিং ফোন আনছে তার নাম এক্স ফোল্ড ফাইভ। চিনা সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট মুঠোফোনটি ভাঁজ করলে সেটা আইফোনের থেকেও পাতলা হয়ে যাবে। এতে থাকছে তিনটে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপিক জ়ুম লেন্স পাবেন গ্রাহক।

ফোল্ডিং স্মার্টফোন ব্যবহারকারীদের একটা বড় অংশের অভিযোগ, এর ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়। ভিভো জানিয়েছে, ভাঁজ করা মুঠোফোন তৈরির সময়ে এ দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তারা। এক্স ফোল্ড ফাইভে ৬,০০০ এমএইচ ব্যাটারি থাকছে বলে জানা গিয়েছে। ফলে প্রতিযোগিতার বাজারে এটি স্যামস্যাংকে টেক্কা দিতে পারে বলেও মনে করছেন অনেকে।

বহুজাতিক জাপানি সংস্থা সোনি অবশ্য স্মার্টফোনের ব্যবসা থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছে। তাদের এক্সপেরিয়া সিরিজ়ের নতুন যে ফোনটির বাজারে আসার কথা রয়েছে, সেটিকে তৈরির দায়িত্ব অন্য একটি সংস্থার কাঁধে তুলে দিয়েছে সোনি। পাশাপাশি, তাইল্যান্ড এবং চিনের স্মার্টফোনের ইউনিট বন্ধ করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট জাপানি কোম্পানিটি।

Advertisement
আরও পড়ুন