Contact Lenses

চোখ বুজলেও স্পষ্ট ভেসে উঠবে ছবি, ঘন অন্ধকারে দেখতে বিশেষ কন্ট্যাক্ট লেন্স তৈরি করছেন গবেষকেরা

আমজনতার সুবিধার্থে বিশেষ ধরনের ইনফ্রারেড কন্ট্যাক্ট লেন্স বানাচ্ছেন চিনা বিজ্ঞানীরা। ওই লেন্স পড়লে ঘন অন্ধকারের মধ্যেও সব কিছু দেখা যাবে বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:০৫
Representative Picture

—প্রতীকী ছবি।

এ বার ‘বেড়াল চোখে’ দুনিয়া দর্শন! নিকষ কালো অন্ধকারেও স্পষ্ট সব কিছু দেখতে পাবে আমজনতা। ঠিক যেমনটা দেখতে পায় মার্জারকুল। পাশাপাশি, চোখের পাতা বুজে থাকা অবস্থাতেও স্পষ্ট ফুটে উঠবে ছবি। চিনা বিজ্ঞানীদের সৌজন্যে খুব শীঘ্রই সেই প্রযুক্তি হাতে পেতে চলেছে দুনিয়া। অত্যাধুনিক প্রযুক্তিটির সঙ্গে কৃত্রিম মেধা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) সংমিশ্রণ রয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement

ঠিক কী তৈরি করেছেন চিনা গবেষকেরা? বিজ্ঞান পত্রিকাগুলির প্রতিবেদন অনুযায়ী, বিশেষ ধরনের ইনফ্রারেড কন্ট্যাক্ট লেন্স বানিয়ে ফেলেছেন তাঁরা। সেটা চোখে পড়ে থাকলেই কেল্লাফতে। অন্ধকার রাতে দিনের মতো পরিষ্কার সমস্ত কিছু দেখতে পাবেন ব্যবহারকারী। শুধু তা-ই নয়, চোখ বুজে থাকা অবস্থাতেও তাঁর মস্তিষ্কে তৈরি হবে সামনের অবয়বের ছবি।

বিখ্যাত বিজ্ঞানভিত্তিক পত্রিকা ‘সেল’-এ প্রকাশিত হয়েছে চিনা গবেষকদের তৈরি ওই ইনফ্রারেড কন্ট্যাক্ট লেন্স সংক্রান্ত বিস্তারিত তথ্য। বিশেষজ্ঞদের দাবি, তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা যায় ছবি। এর সঙ্গে সাধারণ ক্যামেরার মতো আলোর কোনও সম্পর্ক নেই। কন্ট্যাক্ট লেন্সে সংশ্লিষ্ট প্রযুক্তিটি থাকায় ঘন অন্ধকারে ব্যবহারকারী সব কিছু দেখতে পাবেন বলে জানা গিয়েছে।

তবে ড্রাগনভূমির বিজ্ঞানীদের তৈরি ওই কন্ট্যাক্ট লেন্স এখনই বাজারে আসবে, তা কিন্তু নয়। ‘সেল’-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তি মানুষের উপর এখনও পরীক্ষা করা হয়নি। তবে ইঁদুরের উপর এর পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। আগামী দিনে মানুষের উপর বিশেষ ধরনের ওই কন্ট্যাক্ট লেন্সের পরীক্ষামূলক প্রয়োগের ইচ্ছা রয়েছে তাঁদের। তবে সমস্ত ট্রায়াল পেরিয়ে পণ্যটি বাজারে আসতে যে আরও কয়েক বছর লেগে যাবে, তা বলাই বাহুল্য।

Advertisement
আরও পড়ুন