Smartphone RAM Change

আসছে অ্যান্ড্রয়েডের নতুন ভার্সান, সঙ্গে এআইয়ের দাপাদাপি, বদলে যাওয়া সময়ে কেনা উচিত কত জিবির স্মার্টফোন?

নতুন প্রযুক্তি চলে আসায় বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েডের জিবির হিসাব। যুগের সঙ্গে তাল মিলিয়ে কত জিবির স্মার্টফোন কেনা উচিত? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১৬:০৬
Representative Picture

প্রতীকী ছবি।

প্রযুক্তির নিরিখে দ্রুত বদলাচ্ছে স্মার্টফোন। আর তাই অ্যান্ড্রয়েড ফোন চলতে কত জিবি র‌্যামের প্রয়োজন, বদলে গিয়েছে তার হিসেবনিকেশ। অ্যান্ড্রয়েডের জন্মদাতা মার্কিন টেক জায়ান্ট সংস্থা গুগ্‌ল জানিয়েছে, নতুন যুগের স্মার্টফোন চলতে কমপক্ষে ছ’জিবি র‌্যামের প্রয়োজন। তবে চার জিবি র‌্যাম থাকলে আপাতত চলবে অ্যান্ড্রয়েড ফোন।

Advertisement

গুগ্‌লের দাবি, অ্যান্ড্রয়েড ১৫ থেকে অ্যান্ড্রয়েড ১৬ ভার্সানটি বাজারে এলে তৈরি হবে সমস্যা। ওই সময় ফোনে যে আপডেট আসবে তার মাধ্যমে অ্যান্ড্রয়েড গো-তে চলে যাবেন গ্রাহক। এই অ্যান্ড্রয়েড ১৬-র জন্যই অন্তত ছ’জিবি র‌্যামের প্রয়োজন হবে। আর তাই এখন থেকে স্মার্টফোনের জিবি বৃদ্ধির দিকে নজর দিতে বলেছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট সংস্থা।

গুগ্‌লের এ-হেন ঘোষণার পর মাথায় হাত পড়েছে স্মার্টফোন ব্যবহারকারীদের একাংশের। তবে কি আর চলবেই না ২-৩ জিবি র‌্যামের ফোন? গুগ্‌ল অবশ্য জানিয়েছে, সেটা একেবারেই নয়। তবে পুরনো মডেলের ফোনগুলিতে মিলবে না অ্যান্ড্রয়েড গো-এর স্বাদ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বর্তমানে ২৪ জিবি র‌্যাম বিশিষ্ট স্মার্টফোনও বাজারে রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, উচ্চ র‌্যামের এই ফোনগুলি আগামী দিনে খুবই প্রয়োজন হবে। কারণ স্মার্টফোনে ইতিমধ্যেই ঢুকে পড়েছে কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)।

বিশেষজ্ঞদের কথায়, অ্যান্ড্রয়েড ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাদ পেতে অন্তত ১২ জিবি র‌্যামের প্রয়োজন। অ্যাপ্‌লের আইফোন-১৬ সিরিজের ফোনগুলিতে রয়েছে ১৬ জিবি র‌্যাম। আগামী দিনে ফোন কেনার ক্ষেত্রে অন্তত ১২ জিবি র‌্যাম থাকার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। তবে বাজেট নেহাত কম হলে অন্তত আট জিবি র‌্যামযুক্ত স্মার্টফোন পছন্দ করতে বলেছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন