Bali travel alternative

অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার একাধিক উড়ান বাতিল, বালির বিকল্প ৩ গন্তব্যে ঘুরে আসতে পারেন

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে একাধিক উড়ান বাতিল হয়েছে। ট্যুর অপারেটরদের একাংশ আগামী কয়েক দিন বালি ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৭:২৬
3 Great alternatives to Bali after Indonesia’s Mount Lewotobi eruption

মঙ্গলবার ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতের পর একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ইন্দোনেশিয়ার বালি এখন পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য। কিন্তু মঙ্গলবার সে দেশের লিয়োটোবি পর্বতের ‘লাকি লাকি’ আগ্নেয়গিরি জেগে উঠেছে। অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাইয়ের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে প্রায় ১১ কিমি সুউচ্চ স্তম্ভ তৈরি করেছে। ফলে সমগ্র ইন্দোনেশিয়া জুড়েই জনগণের মধ্যে কমবেশি আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ভারত থেকে বালির একাধিক বিমান বাতিল করা হয়েছে। তাই বালি ভ্রমণের পরিকল্পনা নিয়ে অনেকেই দোটানায় ভুগছেন।

Advertisement

কলকাতার একটি ট্যুর অপারেটর সংস্থা সূত্রে খবর, বুধবার সকাল পর্যন্ত বালির নগুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দর সচল রয়েছে। তবে এয়ার ইন্ডিয়া-সহ একাধিক বিমান সংস্থা সতর্কতার বিষয়টি মাথায় রেখে তাদের উড়ান বাতিল করেছে। আগামী কিছু দিন তাই পরিস্থিতি জরিপ করে তার পর বালি ভ্রমণ করা উচিত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বালির মতোই নয়নাভিরাম একাধিক গন্তব্য রয়েছে। কম বাজেটে সহজেই ঘুরে আসা যায়।

3 Great alternatives to Bali after Indonesia’s Mount Lewotobi eruption

শ্রীলঙ্কায় একাধিক সৈকত বালির কথা মনে করায়। ছবি: সংগৃহীত।

১) শ্রীলঙ্কা: ভারতের দক্ষিণে এই দ্বীপরাষ্ট্রে বালির মতো একাধিক গন্তব্য রয়েছে। বালির উবুদের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য রয়েছে এলা। এ ছাড়াও সমুদ্রসৈকতের জন্য ঘুরে আসা যায় ট্যানগ্যালে থেকে। এ ছাড়াও অহনগামা, উলপোথার মতো জায়গাগুলিতে ঘুরতে গেলে বালির কথাই মনে পড়ে যাবে।

খরচ: চার থেকে পাঁচ দিনের জন্য জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা।

3 Great alternatives to Bali after Indonesia’s Mount Lewotobi eruption

বালির মতোই পার্টির জন্য ফুকেট জনপ্রিয়। ছবি: সংগৃহীত।

২) ফুকেট এবং ক্রাবি: তাইল্যান্ডের এই দুই জায়গা বালির সহজ পরিবর্ত হতে পারে। কলকাতা থেকে ৩ থেকে ৪ ঘণ্টার উড়ান। ফুকেটে প্যাটং সৈকত, পুরনো ফুকেট শহর ছাড়াও বিভিন্ন আইল্যান্ড ট্যুরের ব্যবস্থা রয়েছে। অন্য দিকে, ক্রাবিতে রাইলে সৈকত, আও নাং শহর ছাড়াও হং দ্বীপপুঞ্জ আপনাকে বালির কথা মনে করাবে। যাঁরা পার্টি করতে পছন্দ করেন, তাঁদের জন্য ফুকেট এবং পাটায়া স্বর্গরাজ্য।

খরচ: ৬ থেকে ৭ দিনের জন্য জনপ্রতি ৪৫ থেকে ৫৫ হাজার টাকা।

3 Great alternatives to Bali after Indonesia’s Mount Lewotobi eruption

লঙ্কাভি। ছবি: সংগৃহীত।

৩) লঙ্কাভি: মালয়েশিয়ার মূল ভূখণ্ডের উত্তর-পূর্বে প্রায় ৯৯টি দ্বীপের সমাহার এই গন্তব্য পর্যটকদের নানা ভাবে আকর্ষণ করে। কুয়ালালামপুর থেকে সরাসরি লঙ্কাভির উড়ান রয়েছে। অবশ্য দ্রষ্টব্য এখানকার বিখ্যাত স্কাই ব্রিজ। এ ছাড়াও রয়েছে পানটাই সেনাং সৈকত এবং কিলিম জিয়োপার্ক ট্যুর। বিভিন্ন দ্বীপের ট্যুর ছাড়াও এখানে ওয়াটার স্পোর্টস উপভোগ করতে পারেন।

খরচ: ৪ থেকে ৫ দিনের জন্য জনপ্রতি ৩০ থেকে ৫০ হাজার টাকা।

(এই প্রতিবেদনে ভ্রমণের জন্য সম্ভাব্য খরচের ধারণা দেওয়া হয়েছে। ভ্রমণের সময় এবং মরসুমভেদে খরচ বাড়তে বা কমতে পারে।)

Advertisement
আরও পড়ুন