কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্ত্রী। ভিড়ের চাপে এক সময় আর হাত ধরে রাখতে পারেননি। প্রিয়জনকে উদ্ধার করেছেন হাসপাতাল থেকে। মৃত অবস্থায়। কারও অভিযোগ বারবার সাহায্য চেয়েও জোটেনি। নির্বিকার ছিল পুলিশ। কোনও রকমে অটোয় করে আহতকে নিয়ে যেতে হয় হাসপাতালে। কিন্তু প্রাণ বাঁচানো যায়নি।