২০২৪-২৫ অর্থবর্ষে দেশের শাসক দল মোট অনুদান পেল ৬ হাজার ৮৮ কোটি টাকা। যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। গত বারের তুলনায় অনুদান বাড়ল ৫০ শতাংশেরও বেশি। বিজেপির প্রাপ্ত অনুদান কংগ্রেসের প্রাপ্ত অনুদানের চেয়ে ১২ গুণ বেশি। দেশের কম করে ১২টি দলের মোট অনুদানের সাড়ে চার গুণ বেশি অনুদান পয়েছে বিজেপি।