নৈনিতালের চন্দন বনভূমি তৈরি করে আটকেছেন দাবানলের ঝুঁকি কেন্দ্র দিয়েছে ‘জলনায়ক’ উপাধি
এক দশকেরও বেশি সময় ধরে নৈনিতালে গাছ লাগানোর কাজ করে চলেছেন চন্দন এবং তাঁর সঙ্গীসাথিরা।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১২:০২
Advertisement
চন্দন সিংহ নায়াল। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার পরিবেশকর্মী। জল-জঙ্গল-প্রকৃতি বাঁচাতে এক জোট হয়েছেন। চন্দন ও তাঁর সঙ্গীসাথিরা তৈরি করেছেন ছোট বনভূমি। ভারত সরকারের কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক চন্দনকে দিয়েছে ‘জলনায়ক’ সম্মান।