পলিসিস্টিক ওভারি সামলেও কি গর্ভধারণ সম্ভব, রোগকে জব্দ করার চাবিকাঠি সুস্থ যাপনেই
এই প্রজন্মের মেয়েদের মধ্যে পিসিওডি বা পিসিওএসের প্রবণতা খুব বেশি। কখন সাবধান হবেন? কী ভাবে সামলাবেন?
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৮:২০
Advertisement
পলিসিস্টিক ওভারি। এই প্রজন্মের মহিলাদের খুবই চেনা শব্দ। কী কারণে পিসিওএস বা পিসিওডি? কোন উপসর্গ দেখলে সাবধান হবেন? পলিসিস্টিক ওভারি থাকলে কি গর্ভধারণে সমস্যা হতে পারে? রোগভোগ সামলেও কী ভাবে সন্তান পরিকল্পনা করবেন? জানাচ্ছেন চিকিৎসক অরিন্দম রথ।