এসআইআর পর্বের গোড়া থেকেই সোনাগাছিতে উঠে এসেছিল নানা সমস্যা। যৌনকর্মীদের ভোটাধিকার নিশ্চিত হবে কি না, তা নিয়ে ধন্দে ছিল যৌনকর্মীদের সংগঠনগুলিও। সমাধান খুঁজতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন যৌনকর্মীরা। বিশেষ ক্যাম্প করে তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিল নির্বাচন কমিশন।