আগেই নতুন দল গড়ার কথা বলেছিলেন। প্রতিশ্রুতি মতোই ‘আমেরিকা পার্টি’ প্রতিষ্ঠার কথা ঘোষণা ইলন মাস্কের। সেই দলের গুরুদায়িত্বে এক ভারতীয়। কী বলছেন মাস্কের প্রাক্তন বন্ধু ডোনাল্ড ট্রাম্প? এর আগে কে, কবে আমেরিকায় তৃতীয় দল গঠন করেন? আজকের রিপাবলিকান প্রেসিডেন্টের নামও জড়িয়ে আছে তৃতীয় দল গঠনের ইতিহাসে।