যুদ্ধ থামবে পৃথিবীর সবচেয়ে বড়, আকাশ দেখা যায় এমন এক জেলখানায়। গাজা নিয়ে বিশ্বকে আশ্বস্ত করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬০ দিনের যুদ্ধবিরতি। সঙ্গে ইজ়রায়েল-হামাস বন্দি প্রত্যর্পণের প্রস্তাব। প্রথম সপ্তাহে হামাসকে ফেরাতে হবে পণবন্দি ২৮ জন ইজ়রায়েলি বন্দিকে। আর ইজ়রায়েল ফেরাবে ১,২৩৬ জন প্যালেস্টাইনি বন্দিকে। দুই পক্ষ রাজি হলে শান্তি ফিরবে। প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের। পশ্চিম এশিয়ায় দূত স্টিভ উইটকফ মারফৎ আমেরিকার প্রস্তাব পৌঁছেছে বেঞ্জামিন নেতানিয়াহুর টেবিলে। হোয়াইট হাউস জানিয়েছে, ইজ়রায়েল রাজি। প্রস্তাব পর্যালোচনায় হামাস।