ভারতীয় অভিবাসীর ছেলে এফবিআই প্রধান, কাশ পটেলের নেতৃত্বে কোন পথে গোয়েন্দা সংস্থা
গুজরাতি বংশোদ্ভূত। অতীতে বার বার এফবিআইকে নিশানা করেন সংস্থার নতুন অধিকর্তা।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২
Advertisement
এফবিআইয়ে ইতিহাস। এই প্রথম কোনও অভিবাসী পরিবারের সন্তান এফবিআই চালাবেন। গুজরাতি বংশোদ্ভূত কাশ ওরফে কাশ্যপ পটেল। তবে অতীতে বার বার এফবিআইকে নিশানা করেন কাশ। উচ্চপদস্থ অধিকর্তাদের সরকারি গ্যাংস্টার বলতেও ছাড়েননি। কাশের নেতৃত্বে কী চেহারা নেবে এফবিআই?