জম্মু-কাশ্মীরের ক্ষীর ভবানী মন্দির। কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। জ্যৈষ্ঠ মাসের অষ্টমীতে পুজো হয় ক্ষীর ভবানীর। পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার পর গান্দেরবালের ক্ষীর ভবানী মন্দিরে ভক্তদের ভিড়।