মহাকাশ ছুঁতে চলেছেন ভারতের নভোশ্চর শুভাংশু শুক্ল। চার দশক আগে আরও এক ভারতীয় পা রাখেন স্পেস স্টেশনে। ১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নের রকেট সোয়ুজ় টি-১১ রাকেশকে পৌঁছে দেয় স্পেস স্টেশনে। সেখানে ৭ দিন, ২১ ঘণ্টা, ৪০ মিনিট ছিলেন প্রথম ভারতীয় মহাকাশচারী। এখন কী করেন রাকেশ? শুভাংশু শুক্লর মহাকাশ অভিযানের সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক?