২৭ জুন। সন্ধ্যা ৭টা বেজে ১৪ মিনিট। ওই দিন রথের ছুটি থাকায় মেট্রো রেলের কামরা অনেকটাই ফাঁকা। এরই মধ্যে নীল টি-শার্ট ও জিন্স পরা এক যুবককে দেখা যায়। কামরার অপেক্ষাকৃত ফাঁকা দিকে তিনি এগিয়ে আসেন। হাঁটতে হাঁটতেই ব্যাগ থেকে একটি স্প্রে পেইন্টের ক্যান বার করেন। এর পর কামরার দরজায় রং ছড়াতে শুরু করেন। কাছেই সহযাত্রীরা বসে ছিলেন। তাঁরা কোনও প্রতিবাদ করেননি। পুলিশে অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের।