বাংলাদেশে এখনও ভোট করাতে পারেননি। দেশেই অস্বস্তিতে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা। এরই মধ্যে নতুন করে বিক্ষোভ, মিছিল, মিটিংয়ে শিরোনামে আওয়ামী লীগ। এই পরিস্থিতির দায় ভারতের ঘাড়ে চাপালেন মুহাম্মদ ইউনূস। এক সময়ের বন্ধু ভারত-কে নিয়ে বাংলাদেশের বাতাসে এখন সন্দেহ আর বিদ্বেষের বিষ। সম্পর্কের এই অবনতির দায় কার? দায় মুহাম্মদ ইউনূসের, বলছেন হাসিনা সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড। ছাত্র-অভ্যুত্থানে পাক জঙ্গি সংগঠন লশকরের যোগ এবং মুহাম্মদ ইউনূসকে অর্থ সাহায্যের মতো অভিযোগ করছেন ওবায়দুল কাদের।