কোন কোন জায়গা নিশানা করে ভারত? সামরিক ক্ষয়ক্ষতি কত? দলিল প্রকাশ করে জানাল পাকিস্তান। দলিলের তথ্যে দাবি, ভারত এমন কিছু জায়গায় প্রত্যাঘাত করে, যার উল্লেখ করেনি নয়া দিল্লি। যেমন পেশোয়ার বা গুজরানওয়ালার মতো শহর। পাকিস্তানের ভিতর একাধিক ঠিকানায় ভারতের সামরিক অভিযান। আর তাতেই সম্ভবত পাকিস্তানের আত্মবিশ্বাস টাল খায়। সংঘর্ষবিরতির প্রস্তাব দেওয়া হয়।