স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। কলকাতার জনপ্রিয় স্টার থিয়েটার তৈরি হয়েছিল কিংবদন্তি অভিনেত্রী নটী বিনোদিনীর উপার্জন করা অর্থে। কিন্তু তাঁর নামে নাম রাখা হয়নি। ১৪১ বছর পেরিয়ে বিনোদিনীর নাম স্টার থিয়েটারের সঙ্গে জুড়েছে। পতিতার সন্তান বলে তৎকালীন সমাজ কোণঠাসা করেছিল বিনোদিনীকে। এ বার নটী বিনোদিনীর বায়োপিক দেখতে যৌনকর্মীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হল বিনোদিনী থিয়েটারে ।