কাশ্মীর উপত্যকার বহু মানুষ আছেন, যাঁরা কখনও ট্রেন দেখেননি। পাহাড় ঘেরা গ্রামের বাড়িতেই কেটেছে তাঁদের জীবন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর রুটে দুটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেন। এই রুটে সবচেয়ে আকর্ষণীয় এবং একই সঙ্গে দর্শনীয় চেনাব রেল ব্রিজ। যা এখন বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। আইফেল টাওয়ারের থেকেও উঁচু। রিয়াসি জেলার বক্কল ও কৌরি গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করে এই সেতু। ঘণ্টায় ২৬০ কিমি বেগের ঝড়ও নাকি সামলে নেবে চেনাব সেতু।