শুভাংশু শুক্লর পর মহাশূন্যে ফের উড়ান ভারতের। এ বার ভারতীয় বংশোদ্ভুত অনিল মেনন। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমসের ‘এক্সপিডিশন-৭৫’-এর এক জন সদস্য অনিল। ফ্লাইট ইঞ্জিনিয়ারের দায়িত্বেও তিনি। ২০২৬ সালের জুন মাসে রসকসমসের ‘সয়ুজ এমএস-২৯’ যানে মহাকাশে পাড়ি দেওয়ার কথা অনিলের।