Bizarre Incident

গোপন প্রেমিকার সঙ্গে সঙ্গম করার সময় মৃত্যু বৃদ্ধের! প্রেয়সীকে সাড়ে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলল আদালত

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত বিবাহিত ছিলেন। এক প্রাক্তন মহিলা সহকর্মীর সঙ্গে ২০২৩ সালে একটি পার্টিতে দেখা হয় তাঁর। এর পরেই ঘন ঘন মেলামেশা শুরু করেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৬:১৬
66 year old Chinese man dies during intercourse with girlfriend, court orders her to pay compensation

—প্রতীকী ছবি।

গোপন প্রেমিকার সঙ্গে সঙ্গম করার সময় মৃত্যু ৬৬ বছর বয়সি বৃদ্ধের। ওই প্রেমিকাকে সাড়ে সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত। সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে চিনে। সমাজমাধ্যমেও হইচই ফেলেছে ঘটনাটি।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই বৃদ্ধ বিবাহিত ছিলেন। এক প্রাক্তন মহিলা সহকর্মীর সঙ্গে ২০২৩ সালে একটি পার্টিতে দেখা হয় তাঁর। এর পরেই ঘন ঘন মেলামেশা শুরু করেন তাঁরা। ওই মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বৃদ্ধ। মাঝেমধ্যেই তিনি প্রেমিকার সঙ্গে একটি হোটেলে দেখা করতেন। ঘনিষ্ঠও হতেন যুগল। কিন্তু গত ২৪ জুলাই প্রেমিকার সঙ্গে ওই হোটেলে দেখা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় বৃদ্ধের। সঙ্গম করার সময় মৃত্যু হয় তাঁর। মহিলা সাহায্যের জন্য হোটেলের কর্মীদের ডাকেন। হোটেলের কর্মীরা এসে দেখেন বৃদ্ধ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বিছানায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি জানাজানি হওয়ার পরেই মৃত বৃদ্ধের পরিবার ওই মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে। সম্প্রতি সেই মামলার রায় ঘোষণা করেছে চিনের একটি আদালত। অভিযুক্ত প্রেমিকাকে ক্ষতিপূরণ বাবদ প্রথমে ৬৭ লক্ষ টাকা তুলে দিতে বলা হয়েছে বৃদ্ধের পরিবারের হাতে। পরে টাকার অঙ্ক কমিয়ে ৭.৫ লক্ষ করা হয়।

আদালতের পর্যবেক্ষণ, স্বাস্থ্যগত সমস্যার কারণে বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে প্রেমিকা যদি চাইতেন তা হল বৃদ্ধকে বাঁচাতে পারতেন। পুরো বিষয়টিকে ‘অনৈতিক’ তকমা দিয়ে মহিলাকে ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত।

Advertisement
আরও পড়ুন